ঢাকায় ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা
জামায়াতের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে ইরানের দূতাবাসের রাজনৈতিক সচিব জাভেদ আসকারিও উপস্থিত ছিলেন। অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দ্বিপক্ষীয় আলোচনা হয়। আলোচনায় জামায়াত তাদের গণতান্ত্রিক আন্দোলনে ইতিবাচক ভূমিকা এবং বিগত সংসদীয় কার্যক্রমে গঠনমূলক অংশগ্রহণ তুলে ধরে।
দুই পক্ষই ইরান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁরা আশা করেন, উভয় দেশের উন্নয়ন, অগ্রগতি ও পারস্পরিক বন্ধুত্ব ভবিষ্যতে আরও দৃঢ় হবে।
উপস্থিত ছিলেন জামায়াতের শীর্ষ নেতা
সাক্ষাৎকালে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান, সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াযযম হোসাইন, এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ উপস্থিত ছিলেন।
তুরস্কভিত্তিক জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধিদলের সাক্ষাৎ
এর আগে, তুরস্কভিত্তিক আন্তর্জাতিক জুরিস্ট ইউনিয়নের (ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়ন) প্রতিনিধিদল জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে সকালে সৌজন্য সাক্ষাৎ করে।
আইন ও ন্যায়বিচার নিয়ে আলোচনা
জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে আইনের শাসন এবং ন্যায়বিচার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে সম্পন্ন হবে।
প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন রফিক কোরকুসুজ, কামাল কেয়া, মেহসুরেত আকিনলি, হোসনি ইয়াযযান, হান্না একবুলাট এবং রাসিম আয়তিন।
সাক্ষাতে উপস্থিত জামায়াতের নেতৃবৃন্দ
এই বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, যুক্তরাজ্য জামায়াতের নেতা আবু বকর মোল্লা এবং নাজিব মোমেনসহ অন্যান্য নেতারা অংশ নেন।
উপসংহার
এই বৈঠকগুলো ইরান ও তুরস্কসহ আন্তর্জাতিক অঙ্গনে জামায়াতে ইসলামীর সম্পর্ক দৃঢ় করার প্রচেষ্টার ইঙ্গিত দেয়। একইসঙ্গে, গণতন্ত্র, ন্যায়বিচার এবং আইনের শাসন নিয়ে তাঁদের অবস্থান আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরার সুযোগ সৃষ্টি করে।
Share Now