ePaper

ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হলেন শায়া মোহসেন জিনদানি

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইক পদত্যাগ করেছেন। তার পদে এসেছেন শায়া মোহসেন জিনদানি, যিনি প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। গতকাল বৃহস্পতিবার সালেম বিন ব্রেইক সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল বরাবর পদত্যাগপত্র জমা দিলে কাউন্সিল তা গ্রহণ করে। তার কয়েক ঘণ্টা পরেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে শায়া মোহসেন জিনদানির নাম ঘোষণা করে কাউন্সিল। ইয়েমেনের সরকারি বার্তাসংস্থা সাবা গতকাল এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। উল্লেখ্য, ২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী রাজধানী সানা দখল করার পর ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদী সৌদিতে আশ্রয় নেন। হুথি বিদ্রোহীদের দমন এবং মনসুর আল হাদীর নেতৃত্বাধীন সরকারকে ফের ক্ষমতায় ফেরাতে নিজেদের, আমিরাতের এবং ইয়েমেনের সেনাবাহিনীর সমন্বয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *