ePaper

ইবিতে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

ইবি প্রতিনিধি

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।  শুক্রবার (১৬ জানুয়ারি) জুম্মার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক দিয়ে পাশ্ববর্তী শেখপাড়া বাজার পর্যন্ত যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে সমবেত হয় এবং সংক্ষিপ্ত সমাবেশ করে।

এসময় তাদের ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ; গোলামী না আজাদী, আজাদী আজাদী; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; হাদী ভাইয়ের স্মরণে, ভয় করি না মরনে; দিন দুপুরে মানুষ মরে, ইন্টেরিম কি করে; আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “যে বিপ্লবী এ দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিয়েছেন, তার হত্যার এক মাস পরেও আমাদের বিচার দাবিতে আন্দোলন করতে হচ্ছে। একজন বিপ্লবীকে হত্যা করা হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। আমাদের মনে হচ্ছে, সরিষার মধ্যেই ভূত আছে।”তারা আরও বলেন, “কোনো একটি কালো শক্তির কারণে সরকারসহ প্রশাসন এই বিচার করতে ব্যর্থ হচ্ছে। যখনই আমরা এই নিয়ে আন্দোলন-সংগ্রাম করি, আমাদের আশাব্যঞ্জক কথা বলে বারবার হতাশ করা হচ্ছে। হাদি হত্যার বিচার যে আইনি প্রক্রিয়ায় এগোচ্ছে, সেখানে শুধুমাত্র শুটার ফয়সালসহ আওয়ামী লীগের এক সামান্য ওয়ার্ড কাউন্সিলরকে নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু এর পেছনে কত বড় চক্র জড়িত, তা আমাদের কাছ থেকে আড়াল করা হচ্ছে। কোন শক্তির কারণে আড়াল করা হচ্ছে, আমরা তা জানতে চাই। আমরা হাদি হত্যার বিচার চাই।”

ইন্টেরিয়ম সরকারকে হুঁশিয়ার করে তারা বলেন, খুনী দেশে বা বিদেশে যেখানেই থাকুক, নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। নতুবা এই আন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আমরা ঘুমাতে দিব না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *