ePaper

ইবিতে দেশের কমিউনিটি ক্লিনিক সমূহের কার্যক্রম বিষয়ক পিএইচডি সেমিনার

Oplus_131072

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগে ‘দ্য পারফরম্যান্স ইভ্যালুয়েশন অব কমিউনিটি ক্লিনিক সার্ভিসেস ইন বাংলাদেশ: এন ইকোনোমেট্রিক অ্যানালাইসিস’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সেমিনার কক্ষে এ পিএইচডি সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অর্থনীতি বিভাগের সভাপতি ড. পার্থ সারথি লস্করের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক. ড. মো. আব্দুল ওয়াদুদ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়াও বিভিন্ন বিভাগে শিক্ষাকরা উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতি বিভাগের পিএইচডি ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিলুফার ইয়াসমিন। গবেষণাটির তত্ত্বাবধানে ছিলেন বিভাগের অধ্যাপক ড. দেবাশীশ শর্মা। উপস্থাপিত প্রবন্ধ থেকে জানা যায় প্রান্তিক পর্যায়ে মানুষের চিকিৎসাসেবা দেওয়ার জন্য দেশের কমিউনিটি ক্লিনিকসূমহের চিকিৎসাসেবার মান যাচাই করতে একটি অনুসন্ধান পরিচালিত হয়েছে; যেখানে মেহেরপুর ও গাজীপুর এই দুই অঞ্চলের মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করে ক্লিনিকগুলোর চিকিৎসাসেবায় অবদান এবং ঘাটতিগুলো চিহ্নিত করে মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার উপায় নিয়ে গবেষণা করা হয়েছে। অধ্যাপক ড. দেবাশীশ শর্মা বলেন, “বাংলাদেশের গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য সেবা সঠিকভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যে কমিউনিটি ক্লিনিক গুলো কাজ করছে সেগুলোর কার্যকারিতা যাচাই করতে আজকের এই সেমিনার আয়োজিত হয়েছে। দেশজুড়ে স্বাস্থ্য ক্ষেত্রে ক্লিনিক গুলোর অবদান ও ঘাটতি এই সেমিনারে দেখানোর চেষ্টা করা হয়েছে। আজকের সেমিনারে অনেকগুলো পরামর্শ এসেছে, আমরা বিশেষজ্ঞের সাথে কথা বলে সেই জায়গাগুলো চিহ্নিত করার চেষ্টা করবো। সেমিনারে অনেক বিশেষজ্ঞের মতামত এসেছে। সেগুলো একজোট করে এই কাজটিকে সুন্দরভাবে সম্পন্ন করার সুযোগ রয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমার ফেলো গবেষক নিলুফার ইয়াসমিনকে ধন্যবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *