ePaper

‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত প্রশান্তকে নিয়ে যা বললেন স্ত্রী

বিনোদন ডেস্ক

জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ সিজন-৩ বিজয়ী প্রশান্ত তামাং মারা গেছেন। সুস্থ-স্বাভাবিক একজন মানুষ এভাবে হঠাৎ চলে যাবেন, তা মানতে পারছেন না তার অগণিত অনুরাগী। তবে স্বামীর মৃত্যু নিয়ে কোনো রহস্য নেই বলে জানিয়েছেন প্রশান্তের স্ত্রী মার্থা। সোমবার (১২ জানুয়ারি) সকালে বাগডোগরা বিমানবন্দরে প্রশান্ত তামাংয়ের মরদেহ পৌঁছালে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বামীর কফিনবন্দি দেহ জড়িয়ে ধরে মার্থা বলেন, ‘এটা সম্পূর্ণ স্বাভাবিক মৃত্যু। তিনি ঘুমের মধ্যেই আমাদের ছেড়ে চলে গেছেন। সেই সময় আমি ঠিক তার পাশেই ছিলাম। টেরও পাইনি কখন সব শেষ হয়ে গেল।’প্রশান্তের ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মার্থা আরও বলেন, ‘সকাল থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচিত ও অপরিচিত অসংখ্য মানুষের ফোন পেয়েছি। সবাই তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন, ফুল দিচ্ছেন। যারা তাকে শ্রদ্ধা জানাতে চান, তারা যেন হাসপাতালে আসেন।’তার কথায়, ‘আপনারা এতদিন যেভাবে তাকে মেসেজ, গান আর ভিডিও শেয়ার করে ভালোবাসা দিয়েছেন, তাতে আমি আপ্লুত। তিনি সত্যিই একজন মহান মানুষ ছিলেন। শুধু আপনাদের কাছে একটাই চাওয়া, ওঁর আত্মা যেন শান্তি পায়, এই প্রার্থনাটুকু করবেন।’উল্লেখ্য, ১৯৮৩ সালে দার্জিলিংয়ে জন্ম নেওয়া প্রশান্ত তামাং গানকে ভালোবেসে পুলিশ থেকে মুম্বাইয়ের গ্ল্যামার জগতে পা রেখেছিলেন। ২০০৭ সালে ইন্ডিয়ান আইডল চ্যাম্পিয়ন হওয়ার পর রাতারাতি তারকা হয়ে ওঠেন তিনি। তবে তার এই জয়কে ঘিরে সেই সময় দার্জিলিংয়ের রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছিল। বিমল গুরুংয়ের মতো নেতাদের উত্থানে অনুঘটক হিসেবে কাজ করেছিল প্রশান্তের সেই জয় আর তাকে নিয়ে করা এক রেডিও জকির বিতর্কিত মন্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *