ePaper

ইটভাটার আগ্রাসনে বিলুপ্তির পথে ফাঁইতংয়ের পাহাড়, ভয়াবহ পরিবেশ বিপর্যয়..

ফয়সাল আলম সাগর,

একসময় পাহাড়ঘেরা সবুজ জনপদ হিসেবে পরিচিত বান্দরবানের লামা উপজেলার ফাঁইতং ইউনিয়ন আজ ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখে। একের পর এক ইটভাটা গড়ে ওঠায় দিনরাত নির্বিচারে পাহাড় কেটে ধ্বংস করা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। ফলে বিলুপ্তির পথে এই এলাকার পাহাড় ও বনভূমি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র একটি ইউনিয়নেই গড়ে উঠেছে অন্তত ৩১টি ইটভাটা। অভিযোগ রয়েছে, এসব ইটভাটার অধিকাংশই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও প্রচলিত আইন-কানুনের তোয়াক্কা না করেই পরিচালিত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে প্রতিনিয়ত দূষিত হচ্ছে বাতাস। এতে জটিল রোগে আক্রান্ত হচ্ছে স্হানীয় জনগণ। একই সঙ্গে মারাত্মক ক্ষতির মুখে পড়ছে ফসলি জমি, পাহাড় ও বনাঞ্চল। জানা গেছে, অনেক ইটভাটায় পাহাড় কেটে ও বনজ সম্পদ ধ্বংস করে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ করা হচ্ছে। এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পাহাড়ধসের ঝুঁকিও আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। স্থানীয় সচেতন মহল ও পরিবেশবাদীরা অবিলম্বে অবৈধ ইটভাটা বন্ধ, পরিবেশগত ছাড়পত্র যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ফাঁইতং ইউনিয়ন অচিরেই ভয়াবহ পরিবেশ ও জনস্বাস্থ্য সংকটে পড়বে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাপ্ত অভিযোগগুলো খতিয়ে দেখে নিয়মবহির্ভূত ইটভাটার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *