ePaper

ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জ এর আত্মপ্রকাশ-আব্দুল হাই সেলিম সভাপতি ও সাইফ উল্লাহ মানসুর সাধারণ সম্পাদক নির্বাচিত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী):

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে  ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জ নামে একটি নতুন সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে বসুরহাটে অনুষ্ঠিত চবিয়ানদের এক মিলনমেলায় উক্ত সংগঠনের যাত্রা শুরু হয়। বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব আবদুল হাই সেলিম সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিজেএমই এর সহ-সভাপতি জনাব সাইফ উল্ল্যাহ মানসুর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কোম্পানীগঞ্জের অবস্থানরত সাবেক ও বর্তমান চবিয়ানদের  উপস্থিতিতে সর্ব সম্মতভাবে উক্ত কমিটি গঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও কোম্পানীগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. সাহাব উদ্দিন,আমেরিকা প্রবাসী আহসানুল্লাহ মিন্টু, সোহরাওয়ার্দী কলেজের অধ্যাপক মোঃ আবুল হাসান, ব্যাংকার সাইফ উল্লাহ শাহেদ, আবুল বাশার,  গোলাম আযাদ, আশরাফ উদ্দিন রিপন, আব্দুল্লাহ আল মামুন, গোলাম রাব্বানী ইমার, ফয়সাল, শুভ ও  শিক্ষাবিদ ফখরুদ্দিন, আলী হোসেন রিংকু, হাম্মাদুর রহমান, মুজাহিদুল ইসলাম সহ প্রায় ৫০ জন সাবেক চবিয়ান উক্ত মিলনমেলায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *