ePaper

আসুন ঐক্যবদ্ধ ভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি- ব্যারিস্টার খোকন

মাকসুদ আলম (নোয়াখালী) সোনাইমুড়ী

বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা, নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ী আসনের সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, দেশকে টিকিয়ে রাখতে জামায়াত এনসিপিসহ সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আহ্বান জানাই, আসুন দেশকে বাঁচাতে হবে, দেশে স্থিতিশীলতা আনতে, আন্দোলনের শরিক যারা ছিল, আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি। নোয়াখালীর চাটখিল উপজেলায় খিলপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে খিলপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খালিদ বিন ইসলাম মিহিরের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালিদ বিন ইসলাম মিহিরের স্মৃতিচারণ করে তিনি বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যেরকম সৎ ছিলেন। মিহির সেরকম সৎ আদর্শবান রাজনৈতিক ব্যক্তি ছিলেন। খিলপাড়া ইউনিয়ন বিএনপির নেতা তারেক বিন ইসলামের সভাপতিত্বে ও খিলপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য এডভোকেট আবু হানিফ, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, ইমাম হোসেন টিপু, লিয়াকত আলী ভুট্টো, আনিস আহমেদ হানিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, যুগ্ম-আহ্বায়ক সাইফুল আজম জগলু, মাহমুদুল হাসান শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইউসুফ উন নবী বাবু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমির হোসেন খোকন, সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ জালাল, ইউনিয়ন যুবদল নেতা ফয়েজ মোল্লা, কাওসার হামিদ মিন্টু, রবিউল আউয়াল সজিব, সিরাজুল ইসলাম প্রমুখ। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরাও সংস্কার চাই, তারেক রহমান ২০২৩ সালে ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছিল, বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা, অর্থনৈতিকসহ রাষ্ট্রীয় সকল সংস্কার করবে। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি রাজনীতি করতে হয়, নিজেকে সৎ থাকতে হবে, থানায় দালালি করা যাবে না, সালিশ করা যাবে না। পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী ও দখলবাজি যারা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। বিগত ৫ আগস্টের পর থেকে আমি এই কথাগুলো বলে আসছি। এখন এই কথা শুধু আমার কথাই না। এই ব্যাপারে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন আমাকে। আপনি সব নেতাকর্মীদেরকে এইটা জানিয়ে দিন তারপরও যদি তারা এটা না শুনে তাহলে তারেক রহমান সরাসরি ব্যবস্থা নিবেন। তিনি আরো বলেন, শেখ হাসিনা ও মইন ইউ আহমেদ বলেছিল তারেক রহমান হাজার কোটি টাকা দুর্নীতি করেছিল। মইন ইউ আহমেদ ও আওয়ামী লীগ ১৭-১৮ বছর ক্ষমতায় ছিল, তারেক রহমানের কোন দুর্নীতি পায়নি। এতে প্রমাণ করে তারেক রহমান একজন সৎ ব্যক্তি। ব্যারিস্টার মাহবুব বলেন, যারা নির্বাচন চায় না, তারা পিআর চায়। কারণ তারা তারেক জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায়, ভোটকে ভয় পায়। তাই তারা ভোটে আসতে চায় না। আমাদের দলের স্পষ্ট সিদ্ধান্ত আমাদের দলের যারা চাঁদাবাজী-সন্ত্রাস এবং বিভিন্ন অন্যায়-অত্যাচার ও বিশৃঙ্খলার সাথে জড়িত, তাদের দলে রাখা হবে না। খোকন আরো বলেন, আপনারা ভোটকে যদি ভয় না পান তাহলে আসুন নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই করি। কয়েকজন উপদেষ্টা ক্ষমতার স্বাদ পেয়ে গেছে। তাই তারা ক্ষমতা হারানোর ভয়ে নির্বাচন দিচ্ছে না। সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে ফ্যাসিবাদের সর্বোচ্চ উত্থান করেছেন। দেশের অন্যায় আর জুলুমে তার ভূমিকা ছিল। তাকে কঠোর শাস্তি দিতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, কেউ আওয়ামী লীগ বা অন্য দল করলেও তার ওপর অত্যাচার করা যাবে না। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। ব্যারিস্টার খোকন আরো বলেন, ৫ আগস্টের পর অনেকে বিএনপিতে এক্টিভ হয়ে নেতা বনে গেছে। আমার কাছে অভিযোগ আছে, এদের মধ্যে অনেকে আওয়ামী লীগের যারা চাঁদাবাজি করতো তাদের সহযোগিতা করছে। বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির কোন সহযোগী সংগঠনের কেউ সন্ত্রাস ও চাঁদাবাজিসহ কোন ধরনের বিশৃঙ্খলার সাথে জড়িত থাকলে তাদের বিএনপি করার কোন অধিকার নেই। এ সময় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খালিদ বিন ইসলাম মিহির ও মাইলস্টোনে নিহতদের মাগফেরাত কামনা ও হতাহতদের সুস্বাস্থ্যতা কামনায় মোনাজাত করা হয়। পাশাপাশি নেতাকর্মীদের সন্ত্রাস ও চাঁদাবাজি এবং বিশৃঙ্খলা না করার শপথবাক্য পাঠ করানো হয়। এছাড়াও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন চাটখিল-সোনাইমুড়ীতে দিনব্যাপী দলীয় কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। তা হলো সোনাইমুড়ী উপজেলা সকাল ১০টায় দেওটি ইউনিয়নের পিতাম্বরপুরে দলীয় অফিস উদ্বোধন। সন্ধ্যা ৭.৩০ মি. সোনাইমুড়ী বিএনপির দলীয় অফিসে ৫ই আগস্ট হাসিনা সরকার পতনের বছরপূর্তি অনুষ্ঠান উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা। চাটখিল উপজেলা বিকাল ৬ টায় আগামী ৫ই আগস্ট হাসিনা সরকার পতনের বছরপূর্তি অনুষ্ঠান উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *