ePaper

আসিয়ার বাড়িতে পাকাঘর সহ সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :

আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে শ্রীপুর উপজেলার সব্দালপুর হাই স্কুল মাঠে অবতরণ করেন। সেখান থেকে গাড়িযোগ আসিয়ার গ্রামের বাড়ি পৌঁছান। প্রথমে আসিয়ার কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি আজকের কর্মসূচি শুরু করেন। এরপর তিনি সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন- কোরআনের আইন চালু হলে ন্যায় বিচার নিশ্চিত হবে বলেই আমরা লড়াই করছি। তিনি আরো বলেন- ৯০ দিনের ভিতরে মামলার বিচার করে রায় কার্যকর দেখতে চাই, ৯১ দিন যেন না হয়। সারাদেশ ধর্ষণের মাত্রা বেড়ে যাওয়ার পিছনে বিচারহীনতাকে দায়ী করে তিনি বলেন, ধর্ষণ এর বিচার সর্বোচ্চ মৃত্যুদণ্ড থাকলেও কয়জনকে তা প্রদান করা হয়েছে। দেশে যদি দণ্ড কার্যকর করা যেত তাহলে ধর্ষণের হার কমে যেত বলে তিনি মনে করেন। ইনছাব ভিত্তিক দেশ গড়ার জন্য জন্য বাংলাদেশ জামাত ইসলামের পাশে থাকার অনুরোধ করেন।

জেলা আমীর অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর- কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হুসাইন। জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. ইব্রাহিম বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চল সহকারী পরিচালক আলহাজ্ব আব্দুল মতিন, জেলা সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, সহকারী সেক্রেটারী আব্দুল গাফফার, অফিস সেক্রেটারী মো. খায়রুল ইসলাম, যুব সেক্রেটারী অধ্যাপক রবিউল ইসলাম, শ্রমিক নেতা অধ্যাপক মশিউর রহমান, সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, জেলা জামায়াতের অমুসলিম নেতা উত্তম কুমার বিশ্বাস, মাগুরা সদর উপজেলা আমীর অধ্যাপক ফারুক হুসাইন, মহম্মদ পুর উপজেলা আমীর নূর আহমদ, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শালিখা উপজেলা আমীর অধ্যাপক আফসার আলী, শিবিরের জেলা সেক্রেটারী মো. জুবায়ের হোসেন। বক্তব্য শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর জেলা জামাতের নেতাকর্মীদের সাথে নিয়ে আছিয়ার পরিবারের খবর নিতে আছিয়ার বাড়িতে যান।

সেখানে তিনি আছিয়ার পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন ও সকলের খোজ খবর নেন। এসময় তিনি আছিয়ার পরিবারের জন্য পাকা ঘরসহ সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *