ePaper

আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবিতে দলিল লেখকদের কর্মবিরতি চলমান

এস, এ, রশিদ (ঢাকা) সাভার

আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার খায়রুল বাসার ভূঁইয়া পাভেলের অপসারণের দাবিতে গত চার মাস ধরে আন্দোলন করে আসছে আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতি। এরই ধারাবাহিকতায় আজ সকাল থেকে দলিল লেখকরা কর্মবিরতি পালন করছেন এবং দলিল রেজিস্ট্রি করতে আসা সাধারণ মানুষ দলিল না করতে পেরে দুর্ভোগ পোহাতে হছে। জানা গেছে, সাব-রেজিস্ট্রার খায়রুল বাসার ভূঁইয়া পাভেলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে দলিল লেখকরা তার অপসারণের দাবি জানিয়ে আসছেন। এই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্তে দলিল লেখকদের পক্ষে প্রতিবেদন এলেও সাব-রেজিস্ট্রার পাভেল পুনরায় তদন্তের দাবি জানিয়েছেন। আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতির আহ্বায়ক মো. আলমগীর হোসেন জানান, সাব-রেজিস্ট্রার খায়রুল বাসার ভূঁইয়া পাভেলের অপসারণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। তিনি আরও বলেন, দলিল লেখকদের ন্যায্য দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। এই আকস্মিক কর্মবিরতির ফলে দলিল রেজিস্ট্রি করতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাদের অনেকেই দূর-দূরান্ত থেকে এসেও কাজ সম্পন্ন করতে না পেরে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। অবিলম্বে এই অচলাবস্থা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *