ePaper

আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ২ নেতা গ্রেফতার, একজনের নামে ১০ মামলা

এস,এ, রশিদ (ঢাকা) সাভার

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের দুই সক্রিয় নেতাকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—সাভার উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য আনোয়ার হোসেন জনি (৩২) এবং মোঃ অপু (২৮)। জনি মুন্সিগঞ্জ জেলার রাজারচর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে এবং অপু রাজধানীর চকবাজার থানার লালবাগ এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে। তারা উভয়ই বর্তমানে আশুলিয়ার বেলমা ও আউকপাড়া এলাকায় বসবাস করতেন।ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শাহাদাৎ হোসেন ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতদের মধ্যে ১নং আসামি আনোয়ার হোসেন জনির বিরুদ্ধে ৪টি এবং ২নং আসামি মোঃ অপুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ দোসর হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে গত ২৫ নভেম্বর ২০২৪ তারিখে আশুলিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলায় (মামলা নং-৫০, ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৪/১১৪ পেনাল কোড) গ্রেফতার দেখিয়ে বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এই দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। জননিরাপত্তা রক্ষায় ডিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *