ePaper

আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

শিশুদের অন্তহীন উৎসাহ-উদ্দীপনায় সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ গতকাল শুক্রবার সকাল ৯টায় সন্দ্বীপের মুছাপুর জুনিয়র অসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান জানান, সন্দ্বীপ উপজেলার প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও ইবতেদায়ী মাদরাসায় ৫ম শ্রেণিতে পাঠরত শিশু শিক্ষার্থীরা উক্ত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করেছে এবং পরীক্ষা পদ্ধতি ছিল এক কথায় উত্তর।

তিনি আরো জানান, এই পরীক্ষায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাত্র ৩ জন করে শিক্ষার্থী অংশগ্রহন করার সুযোগ পেয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পরে ‘শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার ভূমিকা’ শীর্ষক এক উন্মুক্ত আলোচনা সভা উপরোক্ত স্কুলের অফিসে সীতাকুণ্ড তাহের-মনজুর কলেজের সাবেক অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে উন্মুক্ত আলোচনা অংশ নেন, সন্দ্বীপ উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সিনিয়র অ্যাডভোকেট মুহাম্মদ সলিমুল্লাহ ও আসিফ আকতার, সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাসেম শিল্পী, সন্দ্বীপ ডক্টরস হসপিটালের এমডি ডা. আমির হোসেন এমবিবিএস বিসিএস (স্বাস্থ্য), বৃত্তি পরীক্ষার সচিব প্রধান শিক্ষক মিঠু রানী রায় চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতির সন্দ্বীপ শাখার সচিব সহকারী প্রধান শিক্ষক এ কে ফজলুল করিম, মাইটভাংগা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সন্তোষপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, সন্দ্বীপ জনকল্যান সংস্থা মেধাবৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক প্রধান শিক্ষক এস এম আইয়ুব আলী, আবদুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক আবদুল মন্নান, ঘাটমাঝির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মোস্তফা, কালাপানিয়া জগৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আলমগীর, সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন, পশ্চিম চৌকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মাহবুবুর রহমান টিটু, মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সাবেক সভাপতি প্রধান শিক্ষক আবদুর রহমান ভূঁইয়া রিপন, থানা উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম, বাংলাদেশ শিক্ষক সমিতি সন্দ্বীপ শাখার সাংগঠনিক সচিব কাজী আনোয়ার হোসেন, দ্বীপালো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ হাশেম, উত্তর কালাপানিয়া দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, মাস্টার মাহফুজুর রহমান, ন্যায়ামস্তি মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিদুয়ানুল বারী, সন্দ্বীপ আইডিয়াল হাই স্কুলের শিক্ষক রহিম উল্যাহ, আকবর হাট পাঠশালার প্রধান শিক্ষক জেসমিন আকতার প্রমুখ।

প্রসঙ্গত, শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্বাবধানে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে ৭টি কর্মসূচি চলমান রয়েছে। উক্ত কর্মসূচিগুলো হচ্ছে-সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা (৫ম শ্রেণি, সূচনা ২০১৪), সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ চিত্রাংকন প্রতিযোগিতা (৪র্থ শ্রেণি, সূচনা ২০১৫), সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ হাতের লেখা প্রতিযোগিতা (৩য় শ্রেণি, সূচনা ২০১৬), সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান (মাধ্যমিক স্তর, সূচনা ২০১৮), কবি আবদুল হাকিম ফাউন্ডেশন স্মৃতি রচনা প্রতিযোগিতা (৩য়-৫ম শ্রেণি, সূচনা ২০১৮), সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান (উচ্চ মাধ্যমিক স্তর, সূচনা ২০২২), সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান (সূচনা ২০২২)।

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *