রোকসানা পারভিন, (ফরিদপুর) আলফাডাঙ্গা
ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক এবং রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও দৈনিক নাগরিক দাবি পত্রিকার আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি পৌরসভার সদ্য সাবেক কাউন্সিলর হারুন অর রশিদকে পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আলফাডাঙ্গা প্রেসক্লাব চত্ত্বরে গতকাল বৃহস্পতিবার রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা যায়, পৌরসভার উপজেলা রোডে সাংবাদিক এর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবৈধ ভাবে বালু রাখা নিয়ে কথা কাটাকাটির জের ধরে পরদিন (৭মে) জোহরের নামাজ পড়ে বাসায় যাওয়ার পথে মা বেকারির সামনে পৌঁছালে দেশীয় অস্ত্র রাম দা, লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি অন্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া হারুন ও তার সাথে থাকা ওবাইদুর এর উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। আহত সাংবাদিককে পাশের লোক জন আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করে, তার অবস্থা খারাপ হওয়ায় ফরিদপুর মেডিকেল ৫শতবেডে ভর্তি করে। এ হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবে সাবেক সহসভাপতি খান আসাদুজ্জামান টুনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি ইকবাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি তামিম আহম্মেদ, কার্যকরী সদস্য দৈনিক সকালের সময়ের প্রতিনিধি শাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি এস এম কুবাদ হোসেন, সিনিয়র সদস্য দৈনিক সংবাদের আলফাডাঙ্গা প্রতিনিধি আমিনুর রহমান আচ্চু। মানববন্ধনে সমাপনী বক্তব্য রাখেন সাপ্তাহিক আমাদের আলফাডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, প্রেসক্লাবে সাবেক সভাপতি সেকেন্দর আলম। বক্তারা বলেন, যারা সন্ত্রাসী কার্যক্রম করে তাদের কোনো পরিচয় থাকে না। সুষ্ঠু বিচারের জন্যই আজ আমরা মানববন্ধন করছি। হামলার প্রতিবাদ জানিয়েছি, ঘটনার সাথে জড়িতদের সকলকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের কাছে অনুরোধ জানান। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সাংবাদিক, পৌর সভার দুই নম্বার ওয়ার্ডে এবং বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ সুধীজন অংশ নেন। এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মো. হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, হাসিফ নামে একজনকে আটক করে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে, বাকী আসামীদের দ্রুত আটকে চেষ্টা করা হচ্ছে।