রোকসানা পারভিন, (ফরিদপুর) আলফাডাঙ্গা
৩০ শতাংশ জমি লিজ নিয়ে পেঁয়াজের চাষ করছিল চাষী আওয়াল মোল্যা। আবাদ করা পেঁয়াজের ক্ষেতে রাতের আঁধারে পাওয়ার টিলার দিয়ে চাষ দিয়েছেন প্রতিপক্ষ আলমগীর মোল্যা। মঙ্গলবার রাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের শিয়ালদী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার বুধবার দুপুরে আলমগীর মোল্যাসহ চার জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী কৃষক আওয়াল মোল্যা। জানা যায়, আওয়াল মোল্যা নামের এক পেঁয়াজচাষী উপজেলার বুড়াইচ ইউনিয়নের শিয়ালদী গ্রামের শিয়ালদী মৌজার স্থানীয় মিজানুর রহমান ওরফে বাচ্চু মোল্যার ১৮০ শতাংশ জমি লীজ নিয়ে পেঁয়াজের চাষ করছেন। ওই জমির মধ্যে আলমগীর মোল্যা ৩০ শতাংশ জমি দাবি করেন। এ নিয়েবাচ্চুর সাথে আলমগীর মোল্যার দ্বন্দ চলছে। সে দ্বন্দের জেরে মঙ্গলবার রাতে আলমগীর মোল্যা লোকজন নিয়ে রাতের আঁধারে পেঁয়াজ চাষ করা ৩০ শতাংশ জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ দিয়ে ফসল নষ্ট করে দিয়েছেন। ভূক্তভোগী কৃষক দাবী করেছেন এতে তার দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। অভিযুক্ত আলমগীর মোল্যা জানান, মিজানুর রহমান বাচ্চুর ছোট ভাই লায়েক মিয়া আমাদের নিকট ৩০ শতাংশ জমি বিক্রয় করেছেন। সে জমি আদালতে প্রিয়েমশন (অগ্রক্রয়) করেছেন তার আপন বড় ভাই বাচ্চু মোল্যা। আবার ওই জমি লীজ দিয়েছেন আওয়াল মোল্যার কাছে। থানা থেকে দুই পক্ষকে অঙ্গিকারনামা দিতে বলা হয়েছিল। বাচ্চু লিখিত অভিযোগ দিতে অস্বীকৃতি জানান। এরপর মঙ্গলবার সন্ধ্যায় ওই জমিতে আমি চাষ দিয়েছি। আলফাডাঙ্গা থানার ওসি হারুর অর রশিদ জানান, প্রথমে দুই পক্ষকে লিখিত অঙ্গিকারনামা দিতে বলেছিলাম। একপক্ষ এতে রাজি হয়নি। এখন জানলাম ফসলের জমিতে রাতে চাষ দিয়েছেন একটি পক্ষ। এ ঘটনায় আওয়াল মোল্যা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।