ePaper

আলফাডাঙ্গায় যুব উন্নয়নের উদ্যোগে ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

রোকসানা পারভিন (ফরিদপুর) আলফাডাঙ্গা

যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ধীন “দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যপস্থাপনা(ইমপ্যাক্ট)-৩য় পর্যায়ে (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের সম্বন্বিত খামার স্থাপন ও সম্প্রসারন এবং বাায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১০ টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের নিজেস্ব কার্যালয়ে আয়োজিত ৫ দিন ব্যাপী কোর্স শেষে ২০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ, ব্যাগ ও সম্মানীসহ বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম মাসুদুল হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট প্রকল্পের কোর্স সহায়ক ও কমিউনিটি সুপারভাইজার মো.আলী রেজা ও উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মো.মাহাবুবুল আলম। ৫ দিন ব্যাপী এ কোর্সের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালক করেছেন ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট প্রকল্পের কেডিট ও মার্কেটিং অফিসার মো.রিপন মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *