ePaper

আলফাডাঙ্গায় ন্যায্যমূল্যোর দোকানে স্বল্প আয়ের মানুষের ভিড়

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় পবিত্র রমজান উপলক্ষে উপজেলা নিন্মআয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যোর বাজার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার স্থানীয় আরিফুজ্জামান সরকারি পাইলট স্কুল মাঠ প্রঙ্গনে বাজার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। নিন্ম আয়ের মানুষেরা গরুর মাংস ৬৫০ টাকা কেজি, সয়াবিন তেল ১৭০ লিটার, প্যাকেট চিনি ১২০ টাকা, ছোলা ৯৩ টাকা কেজি ও খেজুর ১৯০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। প্রথম দিনে প্রায় ৩০০ ক্রেতা সকাল ১১ টার মধ্যে কিনে নেয়। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা সককারি হাইস্কুলের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম, অফিসার ইনচার্জ হারুর অর রশীদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.ভবেন বাইন, উপজেলা প্রকৌশলী রাহাত ইসলামও উপজেলাকৃষি অফিসার তুষার সাহা প্রমুখ। পৌরসভার বাঁকাইল গ্রামের বাসিন্দা ভ্যান চালক খোকন মিয়া জানান, বাহিরে গরুর মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানে প্রশাসনের পক্ষ থেকে ৬৫০ টাকায় ভালো মানের গরুর মাংস বিক্রি হচ্ছে। মাইকিং করা হয়েছে তাই এসেছি, এসে গরুর মাংসের পাশাপাশি তেলসহ অন্য পণ্য ক্রয় করেছি। আমার কাছে খুব ভালো লাগছে। মাংস কিনতে আসা মিঠাপুর গ্রামের দিন মজুর মানিক মিয়ার স্ত্রী আছিয়া বেগম জানান, গরুর মাংসসহ সবগুলো পণ্য ক্রয় করেছি। প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি ন্যায্যমূল্যোর বাজার দেওয়ার জন্য যদি সারা রমজান জুড়ে এ বাজার চলে তাহলে আমার মতো অনেকের জন্য সুবিধা হবে। তিনি প্রশাসনের কাছে সারা রজমান জুড়ে এ বাজার চালু রাখার জন্য অনুরোধ জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে ন্যায্যমূল্যোর দোকান চালু করা হয়েছে। সাধারণ ক্রেতার কথা চিন্তা করে রমজান মাসে এ বাজার চালু রাখার ব্যবস্থা করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *