রোকসানা পারভিন, (ফরিদপুর) আলফাডাঙ্গা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরের বাস্তাবায়নে ও আদিত্য ফাউন্ডেশনের আয়োজনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিরতণ করা হয়েছে। গতকাল রোববার সকালে ডা. সুশীল কামার আদিত্য ও শ্রীমতি মায়া রাণী আদিত্যর মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাদের আত্মার শান্তি কামনায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার বিশ্বাস ও কেন্দীয় শ্রী শ্রী হরি মন্দিরের সভাপতি নিত্য গোপাল মন্ডল। এসময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানা যায়, আদিত্য ফাউন্ডেশন ইতিপূর্বে অনেক সামাজিক সংগঠন ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। পৌরসভার কেন্দ্রীয় হরিমন্দিরে ডা. সুশিল কুমার আদিত্য ও মায়া রানী আদিত্য এবং দাতব্য চিকিৎসা কেন্দ্রে এমবিবিএস ডাক্তার দ্বারা এলাকার মানুষকে নিয়মিত সেবা প্রদান করবেন। ইতোমধ্যে আদিত্য ফাউন্ডেশন পৌরসভার শ্রীরামপুর মহিলা মাদ্রাসা ও উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ইসলামী ফাউন্ডেশনের পাশে দাড়িয়েছেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার বিশ্বাস বলেন, আদিত্য ফাউন্ডেশন জাতি, ধম, বর্ণ ভেদাভেদ না করে সকলের পাশে দাঁড়ান। আগামীতে সমাজের সকল ভালো কাজের পাশে থেকে সার্বিক সহযোগীতা অব্যহত থাকবে বলে আমার বিশ্বাস। আদিত্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অস্ট্রেলিয়া প্রবাসী ড. দিপক কুমার আদিত্য জানান, প্রবাসে থেকে এলাকার অসহায় মানুষের কথা খুব মনে পড়ে। দুস্থ ও অসহায় মানুষের সেবা করার জন্য আমরা আদিত্য ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান করেছি। এ প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সময় মানুষের আর্থিক সহায়তা, বস্ত্র বিতরণম, অসহায় দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। আমাদের এ সেবাদানের কার্যক্রম অব্যহত থাকবে। আমাদের কোনো জাতি, ধর্ম, বর্ণের ভেদাভেদ নেই, আমরা মানুষের সেবা করতে চাই। একটি দারিদ্রুমুক্ত সমাজ গঠনে আদিত্য ফাউন্ডেশন সাধারণ মানুষের পাশে থাকবে। তিনি প্রবাসে থেকে আদিত্য ফাউন্ডেশনকে এগিয়ে নিতে সর্ব শ্রেণির মানুষের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।