ePaper

আলফাডাঙ্গায় অবৈধভাবে বালু উত্তোলন চার লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় অবৈধভাবে বালু উত্তোলণের দায়ে দুই ব্যক্তিকে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাস্থল থেকে দেড় হাজার ফুট প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয় এবং প্রায় ১ লাখ ৫ হাজার ঘনফুট বালু ও একটি ড্রেজার জব্দ করা হয়। রোববার বিকেলে উপজেলার বানা ইউনিয়নের রুদ্রবানা মধুমতী পাড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ভ্রম্যমাণ আদালত বসিয়েএই অর্থদণ্ড দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান। উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের বাসিন্দা বালু ব্যবসায়ী রাসেল মিয়া ও বানা ইউনিয়নের রুদ্রবানা গ্রামের বাসিন্দা ওয়াহিদুজ্জামান মুন্সীকে এ অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে মধুমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই বালু ব্যবসায়ীকে পাওয়া যায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দুইজনকে চার লাখ টাকা জরিমানা করা হয়। আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *