ePaper

আমি রোহিঙ্গা নই”তারেক জিয়া আমাকে পাঠিয়েছে” জুনায়েদ আল হাবিব

মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)  বিএনপি জমিয়ত জোট মনোনীত ব্রাহ্মণবাড়িয়া -২আসনের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব।

বলেছেন,মু;সা/ফির না সামজু।রো/হি/ঙ্গা নেহি হো” মুঝে তারেক”নে বেজা হো। মাও. জুনায়েদ আল হাবিব বলেন আপনারা এমন কেউ আছেন  আমাকে চিনেন না। আমি বলে রো/হি/ঙ্গা। আমাকে তারেক জিয়া পাঠিয়েছেন আপনাদের কাছে। তিনি বলেন,মে মুনা/ফিক নে/’হি /হে। আমি বলে রোহিঙ্গা।  ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের জোট প্রার্থী খেজুর গাছ প্রতীকের মাও. জুনায়েদ আল হাবিব বলেন, আপনারা এমন কেউ আছেন  আমাকে চিনেন না। আমি বলে রোহিঙ্গা। আমাকে তারেক জিয়া পাঠিয়েছেন আপনাদের কাছে। তিনি বলেন,মে মুনাফিক নে’হি হে। আজ মঙ্গলবার (১৩) জানুয়ারি সকালে কালিকচ্ছ বাজারে শহিদ মিনার  প্রাঙ্গণ।  সরাইল উপজেলা কালিকচ্ছ ইউনিয়নে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কালিকচ্ছ ইউপি বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জা মানিকে’র সঞ্চালনায়  ফারুক সর্দারের সভাপত্বিতে বক্তব্য রাখেন,সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, জেলা বিএনপির সদস্য মো. আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা আহসান উদ্দিন খান শিপন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আলী মাহমুদ।

 উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান। উপজেলা বিএনপি’র  সহ-সভাপতি আজমল হোসেন। মোহাম্মদ নাজমুল হোসেন মুন্না। মেহেদী হাসান পলাশ। জাকারিয়া, মো. মশিউর প্রমুখ। দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আত্মত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।এবার সরাইলে খেজুর গাছ মার্কাই ধানের শীষ। আল হাবিব বলেন, প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই উল্লেখ করে  আল হাবিব বলেন, ‘আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দেখতে হলেএখন থেকেই কঠোর পরিশ্রমে ঝাঁপিয়ে পড়তে হবে।তিনি আরও বলেন, ‘এই ছায়া শত্রুর বিরুদ্ধে আমাদের কঠোরভাবে লড়তে হবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঐক্যের মাধ্যমেই মোকাবিলা করতে হবে। ঐক্য ছাড়া কোনো পথ নেই।’

জেটের বিএনপির সমর্থিত প্রার্থী মাও. জুনায়েদ আল হাবিব হুঁশিয়ার উচ্চারণ করে তিনি বলেন, ‘আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে সামনে আরো ভয়াবহ বিপদের মুখোমুখি হতে হবে।’ ঐক্যের কোন বিকল্প নেই।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *