ePaper

আমি ভয় পাওয়ার মানুষ নই : পরেশ রাওয়াল

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল। এবার তাকে দেখা যাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বায়োপিকে। সম্প্রতি এই বিষয়ে কথা বলেছেন পরেশ রাওয়াল। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমার তো এখন মনে হচ্ছে কোনো সিনেমাই তৈরি করা কঠিন।’‘সামাজিক যোগাযোগ মাধ্যম আজকাল যেকোনো মানুষের প্রতিই যেন একপ্রকার মারমুখী হয়ে ওঠে। কিন্তু যদি আপনার উদ্দেশ্য খারাপ না হয়, নীতিগত ভুল না থাকে এবং সিনেমাটি সততা নিয়ে বানানো হয় তাহলে কে কী বলল তা নিয়ে ভাবা উচিত নয়।’ তার কথায়, ‘আমার পক্ষে তো বোঝা সম্ভবই নয়, প্রতিটা মানুষ ঠিক কী চাইছেন। আমি শুধুমাত্র এমন কিছু তৈরি করতে পারি যা আমার পছন্দ, আপনি এইভাবে আপনার পছন্দগুলো সীমিত করেন। সিবিএফসি-ও সচেতন হয়ে ওঠে। ’মাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল সম্পর্কে পরেশ রাওয়ালের ভাষ্য, ‘আমি ভয় পাওয়ার মানুষ নই, ট্রলকারীদেরে আমি ভালোভাবে উত্তর দিতেও জানি।’ শেষে বলেন, ‘তারা আজ সোশ্যাল মিডিয়ায় দ্রুত যা ইচ্ছে লিখে দিতে পারে। যার কথা একসময় ঘরের লোকেরাও শুনত না, তাদের কথা নিয়ে যদি পৃথিবী আলোচনা করে, তাহলে তাদের তো ভালো লাগে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *