ePaper

আমি এতিম হয়ে গেলাম, সব শূন্য’

বিনোদন ডেস্ক

বাবা মো. মকবুল হুসাইনকে হারিয়ে ভেঙে পড়েছেন ঢাকাই চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। গত ২৯ জুলাই দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মকবুল; দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। বাবার মৃত্যুর কয়েক দিন পর নিজের ফেসবুক পেজে একাধিক আবেগঘন পোস্ট দেন মিষ্টি জান্নাৎ, যেখানে নায়িকা প্রকাশ করেন ভেতরের যন্ত্রণা। পোস্টে একটি ছবিতে দেখা যায়, বাবার হাত ধরে বসে আছেন মিষ্টি জান্নাত। সেই পোস্টে লেখেন, ‘শেষ বিদায়ের বেলায়, শেষ বারের মত হাতটা ধরেছিলাম । আর কখনো তোমাকে ছুঁতে পারবো না । এইভাবে একা করে ,এতবড় পৃথিবীতে , চারিদিকে এত শত্রুর ভিড়ে একা কিভাবে রেখে চলে গেলে সোনা বাবা।’মিষ্টি জান্নাত লেখেন, ‘আরো কিছুদিন থাকতে পারতে না? তারপর একসাথে চলে যেতাম আমরা। আমি এতিম হয়ে গেলাম । বাবা, কেউ নেই তোমার বাবুর খোঁজ নেওয়ার। এত বড় বাড়িতে কোনো আয়োজন নেই, শুন?্যসব। আমি এখন কি করে বেঁচে থাকবো বাবা।’পরদিন সকালে আরেকটি পোস্টে লেখেন মিষ্টি জান্নাত। লেখেন, আমি খুবই অসুস্থ। ট্রমা কাটাতে পারছি না। সবাই আমার খোঁজ খবর নিচ্ছেন ,আমি কৃতজ্ঞ। কিন্তু আমি কথা বলার মতো অবস্থায় নাই। ক্ষমার চোখে দেখবেন,সুস্থ হয়ে যোগাযোগ করবো। এই সব পোস্টে ভক্ত-অনুরাগীরা মিষ্টিকে সান্ত্বনা জানিয়েছেন, প্রার্থনা করেছেন তার বাবার আত্মার শান্তি কামনায়। উল্লেখ্য, প্রয়াত মো. মকবুল হুসাইন পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *