ePaper

‘আমার জীবন, আমার পরী’, শেফালির স্মৃতিতে ডুব দিলেন পরাগ

বিনোদন ডেস্ক

জনপ্রিয় ‘কাঁটা লাগা’ গার্ল শেফালি জরিওয়ালার মৃত্যুর এক মাস পেরিয়ে গেলেও তার স্বামী পরাগ ত্যাগীর হৃদয়ে আজও সেই শোকের ক্ষত দগদগে। ভালোবাসার মানুষটিকে হারানোর বেদনা নিয়ে আজ তিনি পার করলেন তাদের প্রথম বিবাহবার্ষিকী।এই বিশেষ দিনে স্ত্রীর স্মৃতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি হৃদয়স্পর্শী পোস্ট করেছেন পরাগ। গত ২৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে ৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান শেফালি। এরপর থেকে পরাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই স্ত্রীর স্মৃতিচারণা করে থাকেন। আজ তাদের ১১তম বিবাহবার্ষিকী। অথচ এই দিনটা হতে পারত প্রতি বছরের মতোই রঙিন, উৎসবমুখর। স্ত্রীকে ছাড়া প্রথম বিবাহবার্ষিকীতে তা স্মৃতির সাগরে ডুব দিয়েছেন পরাগ।নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেফালির সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্তের ছবি ও ভিডিও দিয়ে একটি কোলাজ পোস্ট করেছেন পরাগ।ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ভালোবাসা, আমার জীবন, আমার পরী। আজ থেকে ১৫ বছর আগে তোমার সঙ্গে আমার দেখা। আমি জানি তুমিই আমার জীবনে এক এবং অদ্বিতীয়।’পরাগ আরও লিখেছেন, ‘১১ বছর আগে আজকের এই দিনেই আমাদের চার হাত এক হয়েছিল। আমার জীবনে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি ঠিক যতটা ভালোবাসা পাওয়ার যোগ্য, তুমি তার থেকেও বেশি ভালোবাসা আমাকে দিয়েছো। শেষে বলেন, ‘আমার জীবনটা তুমিই সবদিক থেকে সুন্দর ও রঙিন করে তুলেছিলে। আমি আমাদের কাটানো সমস্ত স্মৃতিকে আমার মনের মণিকোঠায় বরাবরের মতো যত্নে রাখব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *