আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের বিভিন্ন দেশে ১৯৯৬ সাল থেকে প্রতিবছর এপ্রিল মাসের শেষ গতকাল বুধবার আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশে ২০০৩ সাল থেকে এ দিবসটি উদযাপিত হয়ে আসছে। এরই ধারাবাকিতায় এ বছরও এপ্রিল মাসের শেষ বুধবার, গতকাল পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আয়োজনে দিবসটি সরকারিভাবে পালিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর দিবসটি উপলক্ষে ঢাকার মানিক মিয়া এভিনিউতে বিশাল সমাবেশ ও র‌্যালীর আয়োজন করে। উক্ত আয়োজনে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন বিশেষ করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বেলা, ক্যাপস, গ্রীন ভয়েস, গ্রীন সেভার্স, ইয়ুথনেট গ্লোবাল, গুলশান সোসাইটি, ধানমন্ডি সোসাইটি, বাংলাদেশ স্কাউটস, বাংলাদেশ গার্লস গাইডসহ ২৭টি সংগঠনের প্রায় পাঁচ শতাধিক প্রতিনিধি উপস্থিতি ছিল। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ১০ ঘটিকায় দিবস উদযাপনের প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ দিবসটি উদযাপনের অনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। তিনি বলেন, শব্দদূষণ একটি নীরব ঘাতক। আমাদের উচিৎ রাষ্ট্র, প্রতিষ্ঠান এবং ব্যক্তি সবার পক্ষ থেকে সচেতন ও দায়িত্বশীল আচরণ করা। তাহলেই একটি সুস্থ, শান্তিপূর্ণ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর ঢাকা মহানগরের পরিচালক ও শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের প্রকল্প পরিচালক ফরিদ আহমেদ। শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসাধারণের সচেতনতার পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ যেন হয় এর উপর উপস্থিত সূধীজনা গুরুত্বারোপ করেন। একই সাথে শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি জনগণকে এগিয়ে আসার আহবান জানানো হয়। অন্যান্যেও মধ্যে আরও বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র শাখার পরিচালক মাসুদ ইকবাল মো.শামীম, পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক আবুল কালাম আজাদ। এছাড়াও বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) এর সাধারণ সম্পাদক আলমগীর কবির, ক্যাপসের চেয়ারম্যান ড. কামরুজ্জামান মজুমদার, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ এর পরিচালক গাউস পিয়ারী, ধানমন্ডি সোসাইটির পরিবেশ বিষয়ক সম্পাদক তারেক রাহমান প্রমূখ। দিবসটিকে ঘিরে দেশব্যাপী পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণের উপস্থিতিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সারাদেশে জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর একযোগে শব্দদূষণ নিয়ন্ত্রনে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এছাড়াও দিবসটি উপলক্ষে দেশের প্রথমসারির বাংলা ও ইংরেজী জাতীয় দৈনিকে দিবসের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক রঙ্গিন বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। পাঁচ লক্ষ মোবাইল ব্যবহারকারীকে “শব্দদূষণ স্বাস্থ্য ঝুঁিকর কারণ। আসুন সবাই সচেতন হই-পরিবেশ অধিদপ্তর” ক্ষুদে বার্তাটি প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *