ePaper

আধাঘন্টা দেরিতে আসা ১২ পরীক্ষার্থীকে সুযোগ দিলো জবি প্রশাসন

হাসিব, জবি প্রতিনিধি

তীব্র যানজট এবং হালকা বৃষ্টির কারণে নির্দিষ্ট সময় গড়িয়ে আধাঘন্টা পরে আসা ১২ পরীক্ষার্থীকে সুযোগ দিলো জবি প্রশাসন। সরেজমিনে দেখা যায়, গতকাল শনিবার জবির “এ” ইউনিট ভর্তি পরীক্ষায় ২য় শিফটে ১২ জন শিক্ষার্থী তীব্র যানজট এবং হালকা বৃষ্টির কারণে নির্দিষ্ট সময় গড়িয়ে আধাঘণ্টা দেরিতে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করে। জবির পরীক্ষা কেন্দ্রে ২য় শিফটে দেখা যায়, পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরও শিক্ষার্থীরা দৌড়াতে দৌড়াতে কেন্দ্রে প্রবেশ করতে থাকেন। তখন দেরিতে আসা পরীক্ষার্থীদের পরীক্ষার হলে পৌঁছে দিতে কাজ করে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট, রেঞ্জার ও বিএনসিসি। তবে জানা যায় গত দুইদিন ডি এবং বি ইউনিটে ভর্তি পরীক্ষার তুলনায় আজ এ ইউনিট ভর্তি পরীক্ষায় গুলিস্তান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্তায় অতিমাত্রায় যানজট এবং হালকা বৃষ্টি হচ্ছে। জবি কেন্দ্রে দেরিতে আসা এক শিক্ষার্থী বলেন, “গুলিস্তান থেকে তীব্র জ্যাম। পুরো রাস্তা হেঁটে আসতে হয়েছে। গাড়ি চলছে না একদকই।” দেরিতে আসা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জবি উপাচার্য বলেন, “আমরা তাদেরকে আলাদাভাবে মূল্যায়ন করার চেষ্টা করবো এবং আমরা সবসময় শিক্ষার্থীদের কল্যাণের জন্যই কাজ করছি।” বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক দেরিতে আসা ১২ পরীক্ষার্থীর ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় তাদের পরীক্ষার ব্যবস্থা করেন। দেরিতে আসা ১২ শিক্ষার্থীকে পরীক্ষা শেষে তাদেরকে কাছে জানতে চাইলে এক শিক্ষার্থী বলেন, “আমাদেরকে অতিরিক্ত ১০ মিনিট মিনিট দিয়েছে।” এ বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা বলেন, “দেরিতে আসা ১২শিক্ষার্থীদের নিয়ে আমরা এখন মিটিং করছি পরবর্তীতে জানানো হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *