মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার সরকারি আড়পাড়া ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রয়ারি) দিনব্যাপী আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতি ও খেলাটি শুভ উদ্বোধন করেন মধুখালী উপজেলা সহকারী শিক্ষা অফিসার মহিউদ্দিন মিয়া । অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি অন্যতম সদস্য সাইদুর রহমান , মধুখালী উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ফরিদুল ইসলাম ফুরাদ সহ স্কুলের অন্যান্য সহকারী শিক্ষক মন্ডলী, এসএমসি ও পিটিএ কমিটির অভিভাবক সদস্য, অভিভাবক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম মিঠু ও মৃত্যেুঞ্জয় কুমার ভট্রাচার্য্য । সার্বিক পরিচালনায় ছিলেন স্কুলের প্রধান শিক্ষক লিলি রেগম সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলী এবং কর্মচারী প্রমুখ ।
আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
