মোঃ সহিদুল ইসলাম, মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে টোলভিটে আড়পাড়া মডেল বাজারের উদ্বোধন ও দোয়া দোয়া মোনাজাত পরিচালনা করেন পশ্চিম আড়পাড়া জাবালে নুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল বাশার । তিনি বলেন এই আড়পাড়া টোলভিটে মডেল বাজার শুভ সকাল থেকে আস্তে আস্তে মানুষের নিত্য প্রয়োজনীয় শাক, সবজি, মাছ , গোশত, তরিতরকারি থেকে শুরু করে টাটকা জিনিষপত্র পাওয়া যাবে এই লক্ষে সকলের সার্বিক সহযোগীতা একান্ত কাম্য । পরিশেষে সকলের সার্বিক সহযোগীতায় বৃহস্পতিবার ১লা জানয়ারী-২০২৬ ইং শুভ সকালে আড়পাড়া মডেল বাজার শুভ উদ্বোধন করা হয় । উদ্বোধন কালে সংক্ষিপ্ত বক্তব্যে আড়পাড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সেলিম শিকদার বলেন, এ বাজারের মাধ্যমে গ্রাম পর্যায়ে ব্যবসার উন্নত পরিবেশ সৃষ্টি এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ ছাড়া আরও বক্তব্য দেন কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজের সহকারী অধ্যাপক মোঃ কলিমুল্লাহ প্রমুখ । এ সময় উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের ধানের শীষের মনোনীত সাবেক চেয়ারম্যান ও আড়পাড়া মডেল বাজার প্রতিষ্ঠাতা এবং উদ্যোক্তা মোঃ জাকির হোসেন মোল্যা, আড়পাড়া ইউনিয়ন বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক মোঃ এহিয়া হোসাইন, আড়পাড়া মডেল বাজারের সভাপতি মোঃ উজির শিকদার , সাধারন সম্পাদক মোঃ সুমন মোল্যা, কামারখালী বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী ও আড়পাড়া ইউনিয়ন শাখার জামায়াতে ইসলামী সভাপতি মোঃ রোকনুজ্জামান , আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও আড়পাড়া ইউনিয়ন শাখার জামায়াতে ইসলামী সাধারন সম্পাদক মোল্লা আবু সাঈদ, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ হারুন-অর-রশিদ, কামারখালী বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ রমজান শেখ প্রমুখ ।
