ePaper

আড়পাড়া কামারখালী (ডিগ্রী)  মাদ্রাসা’র  গভর্নিং বডির সভাপতি নির্বাচিত

মধুখালী  প্রতিনিধিঃ  ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের  মধ্য আড়পাড়া গ্রামের মরহুম শাহাবুদ্দিন মোল্যার কৃতি সন্তান  ফরিদপুর সরকারী  রাজেন্দ্র কলেজের  অর্থনীতি বিভাগের  সহকারী অধ্যাপক  শিক্ষানুরাগী  মোঃ  সাইফুল  ইসলাম স্বপন  গত সোমবার  আড়পাড়া -কামারখালী মদিনাতুল উলুম  নছরিয়া ফাজিল (ডিগ্রী)  মাদ্রাসা’র  গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন ।  অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা খন্দকার  নাজিম উদ্দিন  সহ  মাদ্রাসা  পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । অত্র মাদ্রাসার কর্তৃপক্ষ তার মত একজন সৎ ও নিষ্ঠাবান  এবং শিক্ষানুরাগী  মানুষকে  সভাপতি নির্বাচিত করায় আড়পাড়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *