মো. সহিদুল ইসলাম, মধুখালী
আসছে আগামী ১০ নভেম্বর-২০২৫ইং বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গহণ অনুষ্ঠিত হবে। এই লক্ষে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার জন্য যারা নমিনেশন ক্রয় ও জমা দিলেন তারা হলেন অভিভাবক সদস্য পদে মো. ইজাজুল হক ডাবলু, মৃধা নাজিরুল ইসলাম নান্নু, হুমায়ন মন্ডল, মিজু আহম্মেদ পিটার মোল্যা, মো. রুহুল আমিন মোল্যা, কাজী রাহাতুল ইসলাম ইমরোজ, মো. মহিদুল ইসলাম ও মহিলা অভিভাবক সদস্য পদে তমা শর্মা। বিদ্যালয় সূত্রে জানা যায় ফরিদপুরের মধুখালী উপজেলার স্বনামধন্য শিক্ষা ??্রতিষ্ঠান ঐতিহ্যবাহী আড়পাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও দায়িত্বপ্রপ্ত প্রিজাইডিং অফিসার মো. আ. আউয়াল আকন এ তফসিল ঘোষণা করেন। ২৯অক্টোবর চুড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে প্রিজাইডিং অফিসার বরাবর অফিস চলাকালীন সময় পর্যন্ত। প্রিজাইডিং অফিসার মো. আ. আউয়াল আকন বলেন, আগামী দুই বছর মেয়াদী ম্যানেজিং কমিটির ১০টি পদে নির্বাচন করার লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্রতিষ্ঠাতা সদস্য পদে একজন, দাতা সদস্য পদে একজন, সাধারণ অভিভাবক সদস্য পদে চারজন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে একজন, সাধারণ শিক্ষক সদস্য পদে দুইজন ও একজন সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
