ePaper

আজকের পুঁজিবাজার বছরের ‘সর্বোচ্চ’ ১৪০০ কোটি টাকা লেনদেন, সংশ্লিষ্টরা বলছেন স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩ সেপ্টেম্বর) সবগুলো মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেওয়া যে কয়টি শেয়ার ও ইউনিটের দাম কমেছে, তার চেয়ে অধিক সংখ্যক শেয়ারের দাম বেড়েছে। লেনদেন হয়েছে এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ, প্রায় ১৪০০ কোটি টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, বাজারে দীর্ঘদিনের হারানো আস্থা আস্তে আস্তে ফিরতে শুরু করেছে। বর্তমানে যে পরিমাণ লেনদেন হচ্ছে তা মার্কেটের আকার অনুযায়ী স্বাভাবিক।বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৩২ পয়েন্টে উঠেছে। গতকাল যা ছিল ৫ হাজার ৬২১ পয়েন্টে। ডিএসইর বাছাই করা শেয়ারের সূচক ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৬ পয়েন্টে অবস্থান নিয়েছে এবং ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩৪ পয়েন্টে অবস্থান নিয়েছে।বুধবার ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৮৪টির। বিপরীতে কমেছে ১৬৫টির। আর ৪৭টির দর অপরিবর্তিত ছিল। ডিএসইতে আজ মোট ১ হাজার ৩৯৭ কোটি ৫৭ লাখ টাকা সিকিউরিটিজ লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৭৮ কোটি ৬ লাখ টাকা। একদিনের ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন বেড়েছে ১২০ কোটি টাকা।ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম ঢাকা পোষ্টকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে যে লেনদেন হচ্ছে, তা মার্কেটের সাইজ অনুযায়ী স্বাভাবিক। দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের মধ্যে একটা অনাস্থা বিরাজমান ছিল। সেই অনাস্থা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। এতে সূচক ও লেনদেনে গতি বাড়ছে। তবে, এটা স্বাভাবিক গতি। সামনে সূচক ও লেনদেন আরও বাড়বে বলে আশা করছি।’

আজ ঢাকার পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংক পিএলসির শেয়ার। ব্যাংকটির মোট ৬৯ কোটি ৮৭ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। মঙ্গলবারও ৪৫ কোটি ৭০ লাখ টাকা লেনদেনের মাধ্যমে ডিএসইতে সর্বোচ্চ অবদান রেখেছিল ব্যাংকটি।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার সবগুলো মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন এক্সচেঞ্জটির লেনদেনে যে কয়টি সিকিউরিটিজে দর বেড়েছে, কমেছে তার দ্বিগুণ সংখ্যকের। আর সার্বিকভাবে লেনদেন বেড়েছে।

আজ সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৭৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৩২ পয়েন্টে অবস্থান নিয়েছে। আগের দিন সূচকটির অবস্থান ছিল ১৫ হাজার ৬৫৩ পয়েন্টে। এদিন লেনদেনে অংশ নেওয়া ২৪২ প্রতিষ্ঠানের মধ্যে ১২৩টির দর বেড়েছে। বিপরীতে কমেছে ৯৪টির এবং ২৫টির দর অপরিবর্তিত রয়েছে। মোট লেনদেন হয়েছে ২১ কোটি ১২ লাখ টাকার সিকিউরিটিজ। আগের দিন এক্সচেঞ্জটিতে ১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *