ePaper

আওয়ামী জঙ্গিরা গুলি করছে, সারা দেশে প্রতিরোধ গড়ে তুলুন : আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের বিরুদ্ধে সারা দেশে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

তিনি বলেছেন, আওয়ামী লীগের জঙ্গিরা গুলি করছে, বিস্ফোরণ করছে। সারা দেশে প্রতিরোধ গড়ে তুলুন।

বুধবার (১৬ জুলাই) বিকেলে ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে আখতার লেখেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের জঙ্গিরা আমাদের ওপর হামলা করছে। গুলি করছে, বিস্ফোরণ করছে। সারা দেশে প্রতিরোধ গড়ে তুলুন।

প্রসঙ্গত, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীকে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়তে দেখা গেছে। এ সময় নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীকে এনসিপি নেতাদের নিয়ে পিছু হটতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *