সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেকমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামীলীগ ১৬ বছর বিএনপির উপর জুলুম-নির্যাতন করেছে। সেই আওয়ামীলীগকে যারা আশ্রয়-প্রশ্রয় দিবে, যারা আওয়ামীলীগ পুষবে ও আওয়ামীলীগকে মিছিল করার সুযোগ দিবে তাদেরকে দল থেকে বহিস্কার করা হবে। কোন ইউনিয়নে মিছিল হলে সেই ইউনিয়নের নেতাকর্মীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ সদর ও পৌর বিএনপি আয়োজিত বিএনপির সদস্য নবায়ন ফরমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টুকু বলেন, যারা ১৬ বছর আন্দোলন-সংগ্রামে থেকেছে, মামলা খেয়েছে ও জেল খেটেছে তারাই প্রথমে বিএনপির সদস্য ফরম পুরন করবে। কারন তারা খাটি সোনারমতো বিএনপির কর্মী। যারা বিএনপি করত কিন্তু ঘরে বসে থাকত তারাও সদস্য হবে তবে সবার শেষে। বিএনপির সদস্য ফরম যদি আওয়ামীলীগের অনুপ্রবেশকারীর কাছে বিক্রি করা হয় আর এটা প্রমান হলে যারা বিক্রি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, একটি দল স্বাধীনতা বিরোধী ছিল। ধর্ম ব্যবসায়ী। ধর্ম বেঁচে রাজনীতি করে খায়। বাংলাদেশের মানুষের কাছে এখনো ক্ষমতা চায়নি। তারা ফজরের নামাজ পড়েই সদস্য সংগ্রহের জন্য ঘর থেকে বেরিয়ে পড়ে। অথচ বিএনপির নেতাকর্মীরা ১২টা পর্যন্ত ঘুম পারবে- আর তাদের সমালোচনা করবে। এভাবে চলবে না। প্রত্যক নেতাকর্মীকে দলের জন্য কাজ করতে হবে।
সমাবেশে টুকু বিএনপির মহিলা নেত্রীদের মহিলা সদস্য পুরনের নির্দেশ দিয়ে বলেন, মহিলা নেত্রীবৃন্দরা পাড়া-মহল্লা ও বাড়ী বাড়ী গিয়ে মহিলা সদস্য নবায়ন করবে। সদর থানা বিএনপির সভাপতি সেলিম ভুইয়ার সভাপতিত্বে ও মুন্সী আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।