ePaper

আইনজীবী আলিফ হত্যার শুনানি ২৫ আগস্ট

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার চার্জশিট গ্রহণযোগ্যতা শুনানিতে বাদীর ব্যক্তিগত উপস্থিতি চেয়ে সমন জারি করেছেন আদালত। আগামী ২৫ আগস্ট বাদীর উপস্থিতিতে শুনানি হবে। আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক এস এম আলাউদ্দীন এ আদেশ দেন। শুনানিকালে রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী আদালতকে জানান, মামলার বাদী ও নিহতের বাবা বয়সজনিত অসুস্থতার কারণে হাজির হতে পারেননি। পরে আদালত বাদীর বরাবরে সমন ইস্যু করে ২৫ আগস্ট শুনানির দিন ধার্য করেন। ওই দিন রিপোর্ট শুনানি হবে। তদন্তকারী কর্মকর্তার দাখিল করা চার্জশিটে বলা হয়, মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামি মোট ৪২ জন। এর মধ্যে এজাহারভুক্ত ৩ জন ও তদন্তে প্রাপ্ত ১ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। বর্তমানে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ গ্রেপ্তার আছেন ২০ জন আর পলাতক রয়েছেন ১৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *