ePaper

অসহায় বৃদ্ধা ও ছেলের পাশে পলাশবাড়ী  উপজেলা প্রশাসন

সিরাজুল ইসলাম শেখ পলাশবাড়ী গাইবান্ধা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার  কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ি বাজার এলাকায় বসবাসরত এক অসহায় বৃদ্ধা মা ও তাঁর ছেলের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে খবর পেয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ সরেজমিনে ওই বৃদ্ধা মা ও ছেলের খোঁজখবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের হাতে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র তুলে দেন। এ সময় তিনি জানান, মানবিক বিবেচনায় ভবিষ্যতেও এই ধরনের  অসহায় পরিবারের প্রতি উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার এ উদ্যোগে অসহায় পরিবারটি কৃতজ্ঞতা প্রকাশ করে। স্থানীয়দের মতে, এমন মানবিক সহায়তা সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *