বিনোদন প্রতিবেদক:
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী সম্প্রতি একটি ওয়েডিং ফটোশুটে অংশ নিয়েছেন, যেখানে তাকে নববধূর সাজে দেখা গেছে। তবে, এই ফটোশুটটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। বুবলী মডেল ওয়াসিফ খানের সঙ্গে বিয়ের সাজে পোজ দিয়েছেন, যিনি তার থেকে অনেক কম বয়সী। এর ফলে, তাদের বয়সের পার্থক্য নিয়ে নানা মন্তব্য ও কৌতূহল সৃষ্টি হয়েছে।
ফটোশুটের পরে বুবলী এই বিতর্ক নিয়ে কথা বলেন। তিনি বলেন, “আমরা জানতাম, এমন কিছু আলোচনা হবে। কেউ পজিটিভভাবে নেবে, কেউ ভিন্নভাবে দেখবে। তবে, সৎ কথা বললে, এই আলোচনাই আমাদের ফটোশুটকে সফল করেছে।”
বুবলী আরও বলেন, “আমাদের ক্যারিয়ারে ৮-৯ বছর হয়ে গেছে। যদি আমরা নতুনদের সঙ্গে কাজ না করি, কিছু ভিন্নতা না আনি, তবে দর্শকও পরিবর্তন দেখবে না।”
কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, “বুবলী খুব আন্তরিক একজন পেশাদার। সে সবসময় কাজের দিকে মনোযোগী থাকে এবং সময় মতো কাজে যোগ দেয়। এর আগে আমরা তিনটি শুট করেছি, ওয়েডিং, হলুদ ও মেহেদী, এবং প্রতিটি শুটেই তার সঙ্গে কাজ করা ছিল দারুণ।”
এদিকে, বুবলী বর্তমানে শবনম বুবলী এম রাহিমের সিনেমা ‘জংলি’তে অভিনয় করছেন, যেখানে তার বিপরীতে রয়েছেন সিয়াম আহমেদ।