ePaper

অভিনেত্রী রানিয়াকে ১০২ কোটি টাকা জরিমানা

বিনোদন ডেস্ক

সোনা পাচার মামলায় দক্ষিণী অভিনেত্রী রানিয়া রাওকে ১০২ কোটি টাকা জরিমানা করেছে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। গত ৩ মার্চ দুবাই থেকে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ১৪.২ কেজি সোনা আনার চেষ্টা করতে গিয়ে গ্রেফতরা হন এই দক্ষিণী সুন্দরী। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই বাজেয়াপ্তকরণ সোনা সাম্প্রতিক মাসগুলোতে অন্যতম ছিল এবং কর্ণাটকের চলচ্চিত্র শিল্প এবং ব্যবসায়ী সম্প্রদায় উভয়কেই বেশ অবাক করেছিল। সবচেয়ে আর্শ্চযের বিষয় রানিয়া শুধু গ্ল্যামার জগতের সঙ্গে যুক্ত হন, ডিজিপি পদমর্যাদায় রয়েছেন তার সৎ বাবা।তদন্তকারীদের অভিযোগ, অভিনেত্রী চোরাচালান অভিযানেটির সমন্বয়ের দায়িত্বে ছিলেন। এই মামলায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রানিয়ার পাশাপাশি ব্যবসায়ী তরুণ কোন্ডারাজু, এবং গয়না ব্যবসায়ী সাহিল সাখারিয়া জৈন ও ভরত কুমার জৈন পুলিশের জালে ধরা পড়েন। প্রথমজন পরিবহনের যাবতীয় ব্যবস্থা করেছিল, ওদিকে যারা সোনা বিক্রির বিষয়টি পরিচালনা করেছিলেন এবং হাওয়ালা চ্যানেলের মাধ্যমে উপার্জন সরিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ। চারজনই পারাপ্পানা অগ্রহারা কেন্দ্রীয় কারাগারে হেফাজতে রয়েছেন।

ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যান্ড দ্য কনজারভেশন অফ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড প্রিভেনশন অফ স্মাগলিং অ্যাক্টিভিটিস অ্যাক্টের (সিওএফইপিওএসএ) আওতায় অভিযুক্তদের নোটিস পাঠিয়েছে ডিআরআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *