অবশেষে বদলি হলেন হাটহাজারী পৌরসভার লাইনম্যান মনোয়ার

সুমন পল্লব, হাটহাজারী

প্রায় এক যুগ ধরে একই কর্মস্থলে থাকা হাটহাজারী পৌরসভার বৈদ্যুতিক লাইনম্যান মো. মনোয়ার হোসেনকে অবশেষে বদলি করা হয়েছে। ‘সুপারভাইজার স্যার’ হিসেবে পৌর এলাকায় পরিচিত এই লাইনম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। সম্প্রতি চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মো. মনোয়ার হোসেনকে আদেশ জারির ১০ দিনের মধ্যে তার নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। এছাড়া, তার বকেয়া বেতনসহ ভবিষ্য তহবিল (পিএফ) ও আনুতোষিক (জিএফ) বাবদ প্রাপ্য সমুদয় পাওনাদি নতুন কর্মস্থলে স্থানান্তর নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট পৌরসভার প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি হাটহাজারী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহম্মেদ খাঁনকেও প্রায় এক যুগ পর নোয়াখালী পৌরসভায় বদলি করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *