ePaper

অপরাধী ধরতে দুর্গম পাহাড়ে রাউজান থানা পুলিশের টহল

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

দুর্গম পাহাড়ে টহল জোরদার করেছে রাউজান থানা পুলিশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও পাহাড়কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে গত বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালায় তারা। এতে নেতৃত্ব দেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া। রাউজান থানা সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট থেকে রাজনৈতিক সহিংসতা, আধিপত্য বিস্তার, পারিবারিক কলহ ও অন্যান্য কারণে মোট ১৩টি হত্যা মামলা রুজু হয়েছে। এর মধ্যে রাজনৈতিক ও স্থানীয় আধিপত্যের জেরে ৬টি, পারিবারিক কারণে ২টি এবং অন্যান্য কারণে ৫টি হত্যাকাণ্ড ঘটে। এসব মামলায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আদালতে আত্মসমর্পণ করেছেন ১০ জন, যার মধ্যে তিন জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার বিকেলে জলিল নগর থেকে একদল সশস্ত্র পুলিশ নিয়ে ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া রওনা দেন। এরপর পাহাড়ি এলাকার গহিন টিলা ও আশপাশের এলাকায় টহল দেওয়া হয়। পুলিশের দাবি, কিছু অপরাধী এসব দুর্গম এলাকায় অবস্থান করে থেকে গোপনে হত্যাকাণ্ড ঘটাচ্ছে। এতে করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘পাহাড়ে অবস্থানরত অপরাধীদের গ্রেপ্তার, কিশোর গ্যাং দমন ও হত্যাকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান চালানো হচ্ছে। এসপি সাইফুল ইসলামের নির্দেশনায় পাহাড়ি এলাকায় টহল আরও জোরদার করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘অপরাধীদের ধরতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন। কেউ সন্দেহজনক কিছু দেখলে আমাদের জানালে আমরা দ্রুত ব্যবস্থা নেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *