ePaper

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ, মালয়েশিয়াকে ২৯ রানে গুটিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ১২০ রানে হারিয়েছে বাংলাদেশ। ১৫০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অলআউট করে দিয়েছেন নিশিতা আক্তার নিশি ও হাবিবা আক্তাররা। এতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে গেছে বাংলাদেশের মেয়েরা।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েই সুপার ফোর নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপ পর্বের দু্টি ম্যাচেই জয় নিশ্চিত করলো বাংলাদেশের তরুণীরা।
আজ মঙ্গলবার কুয়ালামপুরের বায়েমাস স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রান করে বাংলাদেশ। ওপেনার ফাহমিদা চয়া ২১ বলে ২৬, আরেক ওপেনার মোসাম্মৎ ইভা ১৬ বলে ১৯, জান্নাতুল মাওয়া ৪৫ বলে অপরাজিত ৪৫, অধিনায়ক সুমাইয়া আক্তার ১১ বলে ১২ ও সাদিয়া আক্তার ১৯ বলে অপরাজিত ৩১ রান করেন।
মালয়েশিয়ার হয়ে সর্বোচ্চ ৫ রান করেন নুর আলিয়া বিনতে মোহাম্মদ হাইরুন। ইরদিনা বেহ নাবিল ৩, নুর ইজ্জাতুল সায়াফিকা ৩ রান করেন।
বাংলাদেশের হয়ে নিশিতা আক্তার নিশি ৩ রানে ৫ উইকেট শিকার করেন। ৫ রানে ৩ উইকেট নেন হাবিবা ইসলাম।
৪৫ রান করে ম্যাচসেরা হন জান্নাতুল মাওয়া।
সুপার ফোরে বাংলাদেশের সঙ্গে বাকি তিন দলও নিশ্চিত হয়েছে। দলগুলো হলো- ভারত, শ্রীলঙ্কা ও নেপাল। ফাইনালে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশ খেলবে ভারত ও নেপালের বিপক্ষে। ১৯ ও ২০ ডিসেম্বর হবে সুপার ফোরের চারটি ম্যাচ। সেরা দুই দল যাবে ফাইনালে। ২২ ডিসেম্বর হবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *