ePaper

অডিশনের জন্য আমি এখন প্রস্তুত : হিনা খান

বিনোদন ডেস্ক

এক বছর আগে সাহসিকতার সঙ্গে স্তন ক্যান্সারের খবর প্রকাশ্যে এনেছিলেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ হিনা খান। সেই কঠিন লড়াই পেরিয়ে আবারও পর্দায় ফিরেছেন তিনি। তবে তার দাবি, এখনো ইন্ডাস্ট্রির অনেকেই তার সঙ্গে কাজ করতে ইতস্তত বোধ করছেন।ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হিনা বলেন, ‘কেউ সরাসরি বলেনি যে আমি পুরোপুরি সুস্থ নই, তবু আমি বুঝতে পারি যে মানুষ দ্বিধায় আছে। আমি এটাকে যুক্তিসঙ্গতও মনে করি।’

অসুস্থতার কারণে অনেক কাজের প্রস্তাব হাতছাড়া হয়েছে, তার কর্মজীবনে নেমে এসেছিল এক স্থবিরতা। কিন্তু এখন তিনি কালার্স চ্যানেলের রিয়েলিটি শো ‘পতি পত্নী অউর পাঙ্গা’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরেছেন। এই শো-টিকে তিনি ক্যান্সারের বিরুদ্ধে তার সফল লড়াইয়ের পর প্রথম প্রজেক্ট হিসেবে উল্লেখ করেন।হিনার কথায়, ‘এই শো-তে অংশ নেওয়া আমার জন্য একটি বড় সিদ্ধান্ত ছিল। এটি আমার শারীরিক সক্ষমতার একটি পরীক্ষা ছিল— আমি আদৌ পারবো কি না। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছে। একটু ক্লান্তি আসে, কিন্তু আমি প্রস্তুত। ডিজিটাল মাধ্যম হোক বা অন্য কিছু, আমি কাজ করতে চাই। তবে আপাতত দীর্ঘমেয়াদি কোনো প্রকল্পে যুক্ত হতে চাই না।’ তিনি আরও বলেন, ‘গত এক বছর কেউ আমাকে ডাকেনি— যে কোনো কারণেই হোক কিন্তু আমি থেমে থাকিনি। অডিশনের জন্য আমি এখন প্রস্তুত, দয়া করে আমাকে ডাকেন।’‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’, ‘খতরোঁ কে খিলাড়ি ৮’ এবং ‘বিগ বস ১১’-এর মতো জনপ্রিয় শোতে হিনা তার অভিনয় ও ব্যক্তিত্বের মাধ্যমে দর্শকদের মন জয় করেন। ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে যে রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন, সেখানে তার সঙ্গী হিসেবে রয়েছেন তার প্রেমিক রকি জয়সওয়াল। এছাড়াও দেবিনা-গুরমিত, রুবিনা-অভিনব, অবিকা-মিলিন্দ, স্বরা-ফাহাদ, গীতা-পবন এবং সুদেশ-মমতা দম্পতিরাও এই শোতে অংশ নিয়েছেন। এখানে তারকা দম্পতিরা একে অপরের বিরুদ্ধে মজার সব চ্যালেঞ্জে প্রতিদ্বন্দ্বিতা করছেন।ভবিষ্যতের স্বপ্ন নিয়ে হিনা বলেন, ‘আমি স্পাই ইউনিভার্সের অংশ হতে চাই— তা ওটিটি হোক বা সিনেমা। ‘স্পেশ্যাল অপস’ দেখার সময়ই আমার মনে হয়, আমি স্পাই চরিত্রে অভিনয় করতে চাই। এই স্বপ্নটা এখন আমি মনে গেঁথে নিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *