ছগির আহমেদ
বিশেষ শিশুদের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান, অটিজম কেয়ার ফাউন্ডেশন (দক্ষিন বনশ্রী, ঢাকা) এর উদ্যোগে বাৎসরিক শীতকালীন পিঠা উৎসব, ২০২৪ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয় প্রতিষ্ঠানটির নিজস্ব ভবনে। উক্ত অনুষ্ঠানে, শিশু-কিশোরদের নাচ-গানের প্রদর্শনী ছাড়াও বিশেষ শিশুদের পাঠদানে অনন্য ভূমিকা পালন কারী ও শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অটিজম কেয়ার ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, গাজী আলাউদ্দিন আলম। অনুষ্ঠানটির উদ্বোধনী বক্তৃতায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা -অধ্যক্ষ, জসিম উদ্দিন অটিজম শিশুদের সামাজিক অবস্থান ও প্রাপ্য অধিকার সুনিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে আন্তরিক-উদাও আহবান জানান, তিনি আরোও বলেন, এ সকল শিশুরাই আমাদেরই সন্তান, এদের কে সমাজের বোঝা মনে না করে তাদের বেড়ে ওঠা ও তাদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমাদের সকলেরই নেওয়া উচিত।