হামিদুল্লাহ সরকার
রহস্যজনক ভাবে বাড়ি পুড়ে ছাই। দেবিগঞ্জ উপজেলার বালা সুতি পাড়া গ্রামের হামিদুল ইসলামের বাড়ি পুড়ে ছাই হয়েছে। জানা গেছে গত ৭ই মার্চ রাতে হামিদুল ইসলামের পুত্র হাবিব ১৮ ও একই এলাকার আব্দুল কাদেরের কন্যা সুমনা ওরফে মনি ১৪ দুজনে বাড়ি থেকে নিখোঁজ হলে আব্দুল কাদের গত ৯ তারিখে দেবিগঞ্জ থানায় একটি জিডি করেন। যাহার নং ৪০৫ ওই দিন থেকে হামিদুলের পরিবারের লোকজন বাড়ি থেকে গরু ছাগল নিয়ে অন্যত্র চলে যায়। এরই মধ্যে গভীর রাতে কে বা কারা হামিদুল ইসলামের বাড়িতে অগ্নিসংযোগ করে দিলে হামিদুলের বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তার বাড়ির পার্শ্ববর্তী বাড়ির মারফতখার একটি ঘর পুড়ে যায়। এলাকার রোজিনা ও মারফতখা জানান বাড়িতে অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে হামিদুলের ভাই বেলাল কে দেখা গেছে।