অখ্যাত অভিনেত্রীর ছবিতে ‘লাইক’ দিয়ে বিপাকে কোহলি, দিলেন ব্যাখ্যাও

স্পোর্টস ডেস্ক

মাঠের পারফরম্যান্সে সময়টা বেশ ভালোই যাচ্ছিল বিরাট কোহলির। এরই মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমের ছোট একটি ঘটনায় তাকে বিব্রতকর পরিস্থিতিতেই পড়তে হলো। ভারতের কিছুটা অখ্যাত এক অভিনেত্রীর ছবিতে তার লাইক দেওয়া নিয়ে তুলকালাম লেগেছে। বিষয়টা হয়তো আরেকটু ঘোলাটে হয়েছে ওই অভিনেত্রীর ফ্যান-পেইজের পোস্টে প্রতিক্রিয়া দেওয়ায়। যা নিয়ে সমালোচনা শুরু হতেই ব্যাখ্যা দিয়েছেন কোহলি।

গত বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে ভারতীয় এই তারকার। ইনস্টাগ্রামের সেই ছবিতে যেখানে দেখা যায়, তিনি ভারতীয় টিভি অভিনেত্রী অভনীত কৌরের ভক্তদের পরিচালিত পেজের পোস্টে লাইক দিয়েছেন। আরেক অখ্যাত অভিনেত্রীর ছবিতে তার লাইক মানতে পারছেন না নেটিজেন ও ক্রিকেটভক্তদের অনেকেই। আবার কোহলির পক্ষেও দাঁড়িয়ে গেছেন একটি অংশ। সবমিলিয়ে সেই বিতর্কে আরও জ্বালানি দিয়েছে কোহলির ব্যাখ্যা।ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় ভারতীয় এই তারকা লিখেছেন, ‘আমি একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই যে, আমি (ইনস্টাগ্রাম) স্ক্রলিংয়ের সময় অ্যালগরিদমের কারণে ভুলবশত কোনো প্রতিক্রিয়া পড়ে গেছে বলে মনে হচ্ছে। এমন কাজের পেছনে কোনো উদ্দেশ্য ছিল না। আমি অনুরোধ করছি এই ঘটনায় অহেতুক কোনো অনুমান করতে শুরু করে দেবেন না। বিষয়টা বোঝার জন্য ধন্যবাদ।’সামাজিক মাধ্যম থেকে গত কয়েক মাস নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন কোহলি। বলিউড অভিনেত্রী স্ত্রী আনুশকা শর্মার জন্মদিন ?উপলক্ষ্যে দীর্ঘদিন পর গত বৃহস্পতিবার তিনি ভালোবাসামাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *