ePaper

অক্টোবরে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ, তিন ভেন্যুতে খেলা

ক্রীড়া প্রতিবেদক

তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। অক্টোবরের ১৫ তারিখ ক্যারিবিয়ান ক্রিকেটারদের বাংলাদেশে পা রাখার কথা রয়েছে। এরপর মাঠে গড়াবে দুই দলের সিরিজ। সাদা বলের সিরিজ দুটি শুরু হবে ১৮ অক্টোবর, শেষ হবে ১ নভেম্বর।জানা গেছে, ওয়ানডে ফরম্যাট দিয়ে সিরিজ শুরু করবে দুই দল। তিনটি ওয়ানডের মধ্যে দুটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। বাকি একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ চট্টগ্রামের মাটিতে অনুষ্ঠিত হবে। সবশেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

বাংলাদেশ গত বছরের শেষ দিকে শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে মুখোমুখি হয়েছিল। ক্যারিবিয়ানদের মাটিতে অনুষ্ঠিত সেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। যার মাধ্যমে ২০১২ সালে আয়ারল্যান্ডের পর প্রথমবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে তাদের মাঠে ধবলধোলাইয়ের স্বাদ পায় বাংলাদেশ। অবশ্য সেই সফরে ওয়ানডে সিরিজে উল্টো হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ দল। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়।

এদিকে অক্টোবরের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। জাতীয় নির্বাচনের ডামাডোলে কিছুটা আড়ালেই পড়ে গিয়েছিল এই নির্বাচন। কদিন আগে গুঞ্জন উঠেছিল বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে স্থায়ীভাবে রেখে দিয়ে নির্বাচনের পরিবর্তে হতে পারে ‘অ্যাডহক কমিটি।’

এমন আলোচনা ছড়িয়ে পড়ার পর গত ২৪ আগস্ট মিরপুরে প্রতিবাদ জানায় ঢাকার ক্লাবগুলোর সংগঠন ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন।’ এর মাঝে আচমকা নির্বাচনী মাঠে সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রবেশ করায় নির্বাচন ঘিরে কিছুটা উত্তাপ ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটে বোর্ড সভায় বসে বিসিবি।দুপুর ২টার দিকে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলে শুরু হয় বিসিবির পরিচালনা পর্ষদের সভা। সেখানে অন্যতম আলোচ্য বিষয় ছিল বিসিবির আসন্ন নির্বাচন। বিসিবির একটি সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। আনুমানিক ৪ অক্টোবর হতে পারে এটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *