ePaper

৫ম এপি হাউস সুপার মডেল বাংলাদেশ ২০২৫ – গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি), তেজগাঁও-এ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ৫ম এপি হাউস সুপার মডেল বাংলাদেশ ২০২৫–এর বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফাইনাল। দেশের তরুণদের সৃজনশীলতা, ফ্যাশন সচেতনতা ও মডেলিং প্রতিভা বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখা এ প্রতিযোগিতা এবার আরও বৃহৎ পরিসর ও নতুন মাত্রায় অনুষ্ঠিত হয়েছে।দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া ৫৭০ জন প্রতিযোগীর মধ্য থেকে কঠোর বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত করা হয় সেরা ২০ জন ফ্যাশন অনুরাগী, ট্যালেন্ট ও পারফর্মারকে। গ্র্যান্ড ফাইনালে তারা বিচারকদের সামনে র‌্যাম্প পারফরম্যান্স, ফটোজেনিক স্কিল, ব্যক্তিত্ব ও বিভিন্ন টাস্কের মাধ্যমে নিজেদের দক্ষতা তুলে ধরেন।আয়োজক আর এইচ আরমান ও ইঞ্জিনিয়ার আজিম উল্লাহ জানান, নতুন প্রজন্মকে আন্তর্জাতিক মানের মডেল হিসেবে গড়ে তুলতে এপি হাউস নিয়মিত কাজ করে যাচ্ছে। এবারের বিজয়ীরা মিস্টার, মিস ও মিসেস ক্যাটাগরিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।গ্র্যান্ড ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ বাজার মাল্টিমিডিয়ার পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, সুপারস্টার ডি এ তায়েব, অভিনেত্রী ও বিউটি এক্সপার্ট নাহিদা আশরাফ আন্না, জনপ্রিয় অভিনেতা শাকিল খান, অভিনেত্রী সারা জেরিন এবং সিজন–৪ চ্যাম্পিয়ন নারী উদ্যোক্তা মেরিন শোমা।ঘোষিত বিজয়ীরা:মিস্টার ক্যাটাগরি১) Mister Peace Bangladesh 2025 – ফাহাদ খান২) Mister Glam Bangladesh 2026 – সাব্বির৩) Mister Nobel King World Bangladesh 2026 – ওভি চৌধুরীমিস ক্যাটাগরি৪) Miss Tourism Bangladesh 2026 – হাফশা মাহমুদ রিদ্ধি৫) Women of The World Bangladesh 2026 – উম্মে হাবিবা প্রিয়তি প্রিয়ামিসেস ক্যাটাগরি৬) Mrs Cherry International Bangladesh 2026 – নূপুর আক্তার৭) Mrs Tourism Bangladesh 2026 – মমি রানি রূপশীবিজয়ীরা জাতীয় ও আন্তর্জাতিক ফ্যাশন শো, ব্র্যান্ড ক্যাম্পেইন ও বিভিন্ন মিডিয়া প্রজেক্টে কাজ করার সুযোগ পাবেন। এপি হাউসের বিশ্বাস, সঠিক প্ল্যাটফর্ম পেলে বাংলাদেশের তরুণরা বিশ্বমানের মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *