ePaper

১০ বছর অতিক্রম করলো দেশের শীর্ষ ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও

নিজস্ব প্রতিবেদক

জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও এই অক্টোবর মাসে ১০ বছর পূর্ণ করছে। ২০১৫ সালে যাত্রা শুরু করা পাঠাও এখন দেশের প্রথম সুপার অ্যাপ।

এই ১০ বছরে পাঠাও লাখ লাখ মানুষকে যুক্ত করেছে, হাজার হাজার মানুষের আয়ের ব্যবস্থা করেছে এবং আমাদের যাতায়াত, খাবার ডেলিভারি ও পেমেন্টের অভিজ্ঞতাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। এখন পাঠাও আর কেবল একটি অ্যাপ নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের অংশ ও লাইফস্টাইল হয়ে উঠেছে। স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করে পাঠাও আজ বাংলাদেশের অন্যতম শীর্ষ ডিজিটাল প্ল্যাটফর্ম। তাদের এই পথচলা দৃঢ?তা, অগ্রগতি এবং কৃতজ্ঞতার গল্প তুলে ধরে।

এই সময়ের মধ্যে পাঠাও ৩ লক্ষেরও বেশি রাইডার, ক্যাপ্টেন, ফুডম্যান ও ডেলিভারি এজেন্টকে অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করেছে, ২ লক্ষ ব্যবসায়ীর সঙ্গে সফলভাবে পার্টনারশিপ করেছে, ১ কোটিরও বেশি ব্যবহারকারীকে সহজ, দ্রুত ও স্মার্ট জীবনের সাথে যুক্ত করেছে। পাঠাও প্রায় ৫ লক্ষ উপার্জনের সুযোগ তৈরি করে বাংলাদেশের ডিজিটাল উন্নয়নের মূল কেন্দ্র হিসেবে কাজ করছে।

এই অর্জন দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। ২০২৫ সালে পাঠাও ‘সুপার অ্যাপ’ বিভাগে ‘সুপারব্রান্ড’ উপাধি লাভ করেছে। এছাড়া, ঋড়ৎনবং-এর ‘টপ ১০০ টু ওয়াচ ইন এশিয়া’ তালিকায় স্থান পেয়ে বাংলাদেশের ডিজিটাল অগ্রগতিকে বিশ্ব দরবারে তুলে ধরেছে। পাঠাও বলছে, রাইডার, ড্রাইভার ও ব্যবহারকারীদের বিশ্বাস ও আস্থার কারণেই এই সাফল্য সম্ভব হয়েছে। ৯ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত পাঠাও-এর ‘১০ ণবধৎং ড়ভ এৎড়রিহম রিঃয ণড়ঁ’ সেলিব্রেশনে থাকছে দারুণ সব ডিসকাউন্ট, গেম এবং বিশাল গিভঅ্যাওয়ে। পাঠাও বাইক, কার, ফুড ও ইন্টারসিটি-তে আছে মোট ১,৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, আর পাঠাও পে-তে এক্সট্রা ৩০০ টাকা ক্যাশব্যাক! । এছাড়া পাঠাও-এর সঙ্গে আপনার প্রতিটি অর্ডার, রাইড ও মুহূর্তের জন্য এটি ধন্যবাদ জানানোর একটি উপলক্ষ্য।

পাঠাও-এর দশ বছর পূর্তির এই উৎসব পুরো পাঠাও পরিবারের জন্য। এই সেলিব্রেশনে পাঠাও ফুড-এর পছন্দের রেস্টুরেন্ট এবং অন্যান্য পার্টনার ব্র্যান্ডগুলোও যুক্ত হচ্ছে। থাকছে বিশেষ উপহার (গিভঅ্যাওয়ে) এবং শহরজুড়ে নানা আকর্ষণীয় ইভেন্ট। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই মাসজুড়ে প্রতিটি রাইড বা অর্ডারেই গ্রাহকদের জন্য রচযড়হব ১৭ চৎড় গধী জেতার সুযোগ থাকছে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *