ePaper

হাবিপ্রবির ১৮ শিক্ষার্থী পাচ্ছেন ‘মিলেনিয়াম ফেলোশিপ ২০২৫’

নিজস্ব প্রতিবেদক
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)’র ১৮ জন শিক্ষার্থী ‘মিলেনিয়াম ফেলোশিপ ২০২৫’ এর জন্য নির্বাচিত হয়েছেন। জাতিসংঘের একাডেমিক ইমপ্যাক্ট (ইউএনএআই) এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক (এমসিএন) এর যৌথ উদ্যোগে আয়োজিত শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ফেলোশিপটি অর্জন করার মাধ্যমে মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবির প্রথমবারের মতো যাত্রা শুরু হলো। হাবিপ্রবির জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম জানান, মিলেনিয়াম ফেলোশিপ একটি দীর্ঘ নেতৃত্বমূলক প্রোগ্রাম যা সারা বিশ্ব থেকে নেতৃত্বের গুণাবলি সম্পন্ন শিক্ষার্থীদের একত্রিত করে। এই অ্যাকাডেমিক প্রোগ্রামটির লক্ষ্য হলো শিক্ষার্থীদের মূল্যবোধ, পেশাগত যোগ্যতা এবং ক্যারিয়ারের পথ বিকাশে সহায়তা করা। তিনি জানান, এ বছর ১৬০টি দেশ থেকে ৭,০০০ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০,০০০ শিক্ষার্থী এই ফেলোশিপের আবেদন করে। যার মধ্যে মাত্র ৪ শতাংশ ক্যাম্পাস এবং ৪০০০ ফেলো নির্বাচিত হয়েছে। বাংলাদেশ থেকে নির্বাচিত কয়েকটি ক্যাম্পাসের মধ্যে হাবিপ্রবি অন্যতম। হাবিপ্রবি অফিস সূত্র জানায়, জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ অর্জনকারী শিক্ষার্থীরা হলেন; মো. রাইজুল ইসলাম, মো.আসিফ মাহমুদ, খাইরান মির্জা, মোছা. জেসমিন আক্তার, দীন ইসলাম, ফারহানা তারিন, ইসরাত জাহান, মো. আব্দুল্লাহ, মঈনুদ্দিন রাব্বি, মো. রেদওয়ান আহমেদ, মো. রিফাত, মিথিলা রায়, মোছা. অলিয়া হ্যাপি, মোছা. জাকিয়া সুলতানা, রাকিবুল হাসান, সাদিয়া তারিন, সানজিদা স্নেহা ও তাসবিউল ইসলাম। উল্লেখ্য, হাবিপ্রবির নির্বাচিত ফেলোরা বিভিন্ন সামাজিক, পরিবেশগত ও নীতি-সংক্রান্ত প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও আশেপাশের কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবে। ফেলোশিপ চলাকালীন তারা অন্যান্য দেশ ও বিশ্ববিদ্যালয়ের ফেলোদের সাথে আইডিয়া বিনিময় এবং যৌথ কার্যক্রমে অংশ নেবে। হাবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় থেকে ১৮ জন শিক্ষার্থী জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন। এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বিষয়। নির্বাচিত শিক্ষার্থীরা ফেলোশিপে অংশগ্রহণ করে সময়োপযোগী ও উন্নত জ্ঞান অর্জন করবে এটাই প্রত্যাশা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *