বাবুল মিয়া, সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলা শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও কুশলবিনিময় করেছে সুনামগঞ্জ প্রেস ক্লাব নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বিজয়াদশমীতে সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেরগুল আহমেদের নেতৃত্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর ও পূজাউদযাপন পরিষদের নেতৃত্বের সাথে কুশলবিনিময় করা হয়। সুনামগঞ্জে এবছর জেলা সদরসহ ১২টি উপজেলায় মোট ৪২৪টি পূজামণ্ডপ দুর্গাপূজা শুরু হয়েছে। যা গতবছরের চেয়ে ২৪টি পূজামণ্ডপ বেশি। দেশের বিদ্যমান পরিস্থিতিতে সুনামগঞ্জ সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করেছে। সুনামগঞ্জ সামাজিক,সাংস্কৃতিক ও ধর্মীয় সম্প্রীতির এক নগরি হিসেবে বহুকাল থেকেই সুপরিচিত। দেশে সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলে একটি কুচক্রী মহল হীন ফায়দার অপচেষ্টা যে করেছে তার প্রমাণ গেল বছরের চেয়ে ২৪টিরও বেশি পুজামন্ডপ। সুনামগঞ্জের মানুষ সামাজিক সম্প্রীতিতেই বিশ্বাসী। তার পরও যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় সরকার বাড়তি নিরাপত্তা জোরদার করেছেন। পুলিশ,আনসার, সেনাবাহিনীর কঠোর নজরদারিতে সন্তোষ প্রকাশ করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। সার্বক্ষণিক সুনামগঞ্জের জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ জেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও খোঁজ খবর নিয়েছেন। পাশাপাশি সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট নূরুল ইসলাম নূরুল প্রতিদিনই নেতৃবৃন্দকে নিয়ে পুজামন্ডপ পরিদর্শন করছেন। দলীয় নেতাকর্মীদের যেকোন অশুভ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকারও নির্দেশনা প্রদান করেছেন। সুনামগঞ্জ রাজকৃষ্ণ মিশনের পূজাউদযাপন কমিটির সভাপতি ও সাবেক সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ পরিমলকান্তি দে বলেছেন সুনামগঞ্জ সম্প্রীতির সুনাম রয়েছে। আমরা সেটাই ধারণ ও বিশ্বাস করি। আগামীতেও আমাদের ধর্মীয় সম্প্রীতিতে কোন ধরণের বিভাজন তৈরি হোক সেটা কোনভাবেই প্রত্যাশা করিনা। আমাদের মাঝে সৌন্দর্যপূর্ণ ছিল,আছে এবং থাকবে। এসময় তিনি সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদসহ সকল নেতৃবৃন্দ ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, যুগ্ম-সম্পাদক ও দৈনিক নবচেতনার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো. বাবুল মিয়া, দৈনিক সুনামগঞ্জ’র সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেলিম আহমেদ তালুকার,বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল হক, সাবেক যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, কার্যনির্বাহী সদস্য আনোয়ারুল হক, যায়যায়দিন পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সোলেমান কবির, এনটিভি ইউরোপ সুনামগঞ্জ প্রতিনিধি লুৎফুর রহমান, অনলাইন নিউজ পোর্টাল দৈনিক তালাশ নিউজ এর সম্পাদক মো. শাহ ফরহাদ প্রমুখ।
