সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে ১০১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় র্যাব-১২ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটকরা হলো, যশোরের কোতয়ালী উপজেলার হুদোরাজাপুর গ্রামের মৃত তাজের মন্ডলের ছেলে রাশেদুল ইসলাম (৪১) জগমোহনপুর গ্রামের হাসান আলীর ছেলে শাহ আলম (২৭)। মঙ্গলবার সকালে র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার উসমান গণি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান চলাকালে একটি কাভার্ডভ্যান তল্লাশী করে ১০১ কেজি গাঁজাসহ রাশেদুল ইসলাম ও শাহ আলমকে আটক করা হয়। একই সাথে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানায় মামলা করা হয়েছে।