রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়াতে ড্রাগন ফল চাষ করে সাফল্য পেয়েছেন কামরুজ্জামান স্বপন নামের এক কৃষক। সময়ের সঙ্গে সঙ্গে এর চাষ বেড়েছে। উল্লাপাড়ার তালায় গ্রামে ড্রাগনের চাষ হচ্ছে। নিজ বাড়ির ছাদ ও কৃষি জমিতে বিভিন্ন প্রজাতির ড্রাগন ফলের চাষ, চারা উৎপাদন ও ফল বিক্রি করে এখন স্বাবলম্বী তিনি। তার এমন সাফল্য দেখে ড্রাগন চাষে ঝুঁকছেন স্থানীয় বেকার যুবকরা। স্বপন জানান, ইউটিউবে ড্রাগন চাষ দেখে তিন বছর আগে চাকরির পাশাপাশি শখের বশে ড্রাগন ফল চাষ শুরু করেন। পরে তিনি তার বাড়ির ছাদে প্রায় ১৫ শতাধিক বিভিন্ন প্রজাতির বড় ড্রাগন গাছ তৈরি করেছেন। এসব গাছে ধরেছে নানা রঙের ড্রাগন ফুল ও ফল। শুধু বাড়ির ছাদই নয়। পাশাপাশি আরো দুই বিঘা জমিতে চাষ করেছেন। স্বপন এই ড্রাগন গাছ থেকে ড্রাগন চারা উৎপাদন করে বিক্রি করে লাভবান হচ্ছেন। উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, বিদেশি ফল ড্রাগন চাষে খরচ কম। দেশেই নানা জাতের ড্রাগন চারা পাওয়ায় এ চাষাবাদে বেকার যুবকদের স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ড্রাগন চাষিদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে।
