ePaper

সিরাজগঞ্জে আমন ধানের চারা রোপণ কাজে ব্যস্ত প্রান্তিক চাষিরা

রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জে চলতি আমন মৌসুমে ধানের চারা রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক পর্যায়ের কৃষকেরা। চলতি আমন মৌসুমে এ বছরে আবহাওয়া অনূকুলে থাকায় আর সময় মত বৃষ্টিপাত হওয়ায় চাহিদা মোতাবেক পানি পেয়ে চারা রোপণ কাজ শুরু করেছেন কৃষকেরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে এ উপজেলায় এ মৌসুমে ১৯ হাজার ২শ’ ৩০ হেক্টর আবাদি জমিতে ইতিমধ্যে চারা রোপণ শুরু হয়েছে। প্রায় ৫ হেক্টর আবাদি জমিতে চারা লাগানো হয়ে গেছে। উপজেলার চান্দাইকোনা বাজারের সার, কীটনাশক ব্যবসায়ী রানা খন্দকার ও আব্দুর রাজ্জাক জানান, গত বছরের চেয়ে এবছরে সময় মত বৃষ্টি হওয়ায় কৃষকেরা অনেকটা আগেই প্রয়োজনীয় সার, কীটনাশক ক্রয় করে তারা জমিতে চারা লাগনো শুরু করেছে। উপজেলার ধলজান গ্রামের কৃষক রমজান আলী জানান, বৃষ্টির পানি জমিতে জমে থাকায় আমরা উপকৃত হয়েছি। যে কারণে চারা রোপন কাজ সহজ হচ্ছে। উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের লক্ষী বিষ্ন প্রসাদ গ্রামের কৃষক এস.এম নজরুল ইসলাম জানান, আবহাওয়া ভালো থাকায় জমি চাষাবাদে খরচ কিছুটা কম হলোও অজ্ঞাতকারণে ইউরিয়া সার সরকারি মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে কতিপয় ব্যবসায়ীরা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং নিয়মিত থাকলে হয়তো বাজার মূল্যে স্বাভাবিক হয়ে যাবে। এতে কৃষকের উপকার হবে। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, বাজারে সারের কোন সংকট নেই। তারপরও বাজার মনিটরিং করা হচ্ছে। যাতে করে কেউ সরকারি মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করতে না পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *